সিপিআইএম’র গুনগান অনুব্রতর গলায়, বিধানসভায় এরাই হবে মূল প্রতিদ্বন্দ্বী

নিজস্ব প্রতিবেদন : বিজেপি নয়, বিধানসভাতে সিপিআইএম হবে তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী। বিজেপি তো কোনো পার্টিই নয়! এমনই কথা শোনা গেল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের মুখ থেকে। প্রসঙ্গত যার মুখে এযাবৎ সিপিআইএমের ৩৪ বছরের অপশাসনের কথা শোনা যেত, তিনিই আজ সেই দলের আত্মবিশ্বাসের কথা শোনালেন।

“সিপিআইএম ভোট তৈরী করে নেবে, ৩৪ বছরের খেলোয়ার ওরা। ওরা কি ভোট তৈরী করবে না”, এভাবেই আজ নলহাটি হরিপ্রসাদ হাইস্কুলে নলহাটি বিধানসভার বুথ ভিত্তিক সম্মেলনে সিপিআইএমের গুনগান করলেন তৃনমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল। গত কয়েকদিন ধরেই বীরভূমে প্রতিটি বিধানসভায়, লোকসভা ভোটের ফলের নিরিখে ক্লাস নিচ্ছেন অনুব্রতবাবু। সেইমতো আজ নলহাটি বিধানসভায় বুথ সম্মেলনে প্রায় প্রতিটি অঞ্চল সভাপতিকে সিপিআইএমের কর্মীদের তৃনমূলে আনার নির্দেশ দেন।

সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “দেখে নেবেন বিধানসভায় লড়াই সিপিআইএমের সঙ্গেই হবে। সিপিআইএম লোক চাইলে দেব। নলহাটির লিডারদের বলে দেব সিপিআইএমকে লোক দিয়ে দাও।”

আর আজ অনুব্রত মণ্ডলের এহেন বক্তব্যের পর বিরোধীদের মন্তব্য, বীরভূম জেলা তৃণমূল সভাপতি এতদিন তো জেলায় বিরোধী নেই বলেই দাবি করতেন। আজ আবার তাঁর ভবিষ্যৎবাণী বিধানসভায় সিপিআইএমের সাথে হবে মূল প্রতিদ্বন্দ্বিতা। তাহলে প্রশ্ন বিরোধীরা কি আবার মাথাচাড়া দিয়ে উঠল!