রাস্তা অবরোধ করলে মার পরবে, ক্যামেরা থাকলে ধরে নিন, অনুব্রত মণ্ডল

অমরনাথ দত্ত : ফের এনআরসি প্রসঙ্গ বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের গলায়। তিনি আজ আবার এনআরসি প্রসঙ্গে মমতা ব্যানার্জির কথা তুলে নিয়ে এসে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “রুখবো, মমতা ব্যানার্জি এমনই এক ভদ্রমহিলা তিনি আন্দোলন কি করে করতে হয় জানেন, তিনি প্রচন্ড মার খেয়েছেন বামফ্রন্টের আমলে। কিন্তু আন্দোলন থেকে সরে যায়নি। এনআরসি আমরা রুখবোই।”

এরপর নাম না করে বিরোধীদের উদ্দেশ্যে বলেন, “আর যদি কেউ ভাবে মস্তানি মারবো ভাবে, যা মন তাই করবো ভাবে, ছাগল পেটানো পেটাবে, গরু পেটানো পিটিয়ে দেবে। কি হবে?”

এরপরই সাংবাদিকদের করা প্রশ্ন যদি রাস্তা অবরোধ করে তাহলে? জবাবে অনুব্রত মণ্ডল বলেন, “বেধড়ক পেটাবে”

এরপর সাংবাদিকরা অনুব্রত মণ্ডলকে ফের প্রশ্ন করেন কারা মারবে? জবাবে অনুব্রত মণ্ডল বলেন, “যদি ক্যামেরা থাকে তাহলে দেখে নেবে, যদি ক্যামেরা না থাকে তাহলে দেখতে পাবে না।”

এদিন বীরভূমের বাহেরি গ্রামে তৃণমূল কংগ্রেসের একটি জনসভা ছিল। সেই জনসভা থেকেই বিরোধীদের উদ্দেশ্যে এমনই ভাষায় হুংকার ছাড়লেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।