সায়গালের স্ত্রী রাতারাতি হয়ে ওঠেন প্রাথমিক শিক্ষিকা, সম্পত্তিও অবাক করা

নিজস্ব প্রতিবেদন : গরু পাচার কাণ্ডে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গাল হোসেনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তাকে গ্রেপ্তার করা হয়েছে মূলত আয়বহির্ভূত সম্পত্তির কারণে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে গরু পাচারকারী এনামুল হকের কাছ থেকে বিপুল পরিমাণে টাকা নেওয়ার। সামান্য একজন কনস্টেবল কিভাবে এত কোটি টাকার সম্পত্তির মালিক হলেন সেই হিসাব চাওয়া হলে সায়গাল হোসেন দিতে না পারায় সিবিআই তাকে গ্রেপ্তার করে।

তবে শুধু সায়গাল হোসেন নয়, বিপুল সম্পত্তি রয়েছে তার স্ত্রী সোমাইয়া খন্দেকর ওরফে জুঁইয়ের নামেও। এবার এমনই হদিস পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই সম্পত্তিও হিসাব বহির্ভূত বলেই মনে করছে সিবিআই। পাশাপাশি রাতারাতি তার প্রাথমিক স্কুল শিক্ষিকা হয়ে ওঠা নিয়েও নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। চাকরি পাওয়া থেকে বদলি সবকিছু নিয়েই এখন প্রশ্ন উঠছে।

জানা যাচ্ছে সায়গাল হোসেনের স্ত্রী সোমাইয়া খন্দেকরের বাড়ি মুর্শিদাবাদের ডোমকলে। সেখানকার পুরাতন বিডিও অফিসের কাছে তাঁর পৈতৃক বাড়ি। সেখান থেকেই তার পড়াশোনা, তবে পড়াশোনার বিষয়ে ভালো ফলাফল অথবা অন্য কোনো কারণে কোনোদিন কারোর নজরে আসেননি তিনি। এরপর ২০১৩ সালের সায়গাল হোসেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী হলে রাতারাতি ২০১৫ সালে প্রাথমিক শিক্ষিকা হিসাবে নিযুক্ত হন সোমাইয়া খন্দেকর।

প্রাথমিক শিক্ষিকা হিসেবে নিযুক্ত হওয়ার পর তিনি তার চাকরি জীবন শুরু করেন ১২ নম্বর ওয়ার্ডের রমনা এতবার নগরের কারিগর পাড়ার K.B.K প্রাথমিক স্কুলে। তবে শিক্ষিকা হিসেবে নিযুক্ত হওয়ার পরেও তাকে স্কুলে দেখা যেত না বলেও অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, মাসে একবার দুবার স্কুলে আসতেন দিদিমণি। বেশিরভাগ সময়ই তিনি থাকতেন বোলপুরে। এমনকি নাম বলতে অনিচ্ছুক এক শিক্ষক জানিয়েছেন, তার রাজনৈতিক প্রভাব থাকার কারণে কেউ কিছু বলতে পারেন নি।

অন্যদিকে মুর্শিদাবাদের ওই স্কুলে শিক্ষিকা হিসেবে নিযুক্ত হওয়ার পর মাত্র দু-তিন বছরের মধ্যেই তিনি বদলে নিয়ে চলে আসেন বোলপুরে। অন্যদিকে সায়গাল হোসেনের স্ত্রী সোমাইয়ার নামে যে সকল সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে তার সম্পর্কের সূত্র মারফত জানা যাচ্ছে, তার নামে রয়েছে ডোমকলে একাধিক জায়গা, একটি চার চাকা গাড়ি, রাজারহাট ও নিউ টাউনে দুটি ফ্ল্যাট সহ কয়েক লক্ষ টাকার সোনার গয়না। বোলপুরের বাড়িটিও সোমাইয়ার নামে রয়েছে। কয়েক বছরের মধ্যে প্রাথমিক স্কুলের শিক্ষিকা কী ভাবে এত সম্পত্তির মালিক হতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠছে।