হিমাদ্রি মন্ডল : একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে বিজেপির তরফ থেকে জেলায় জেলায় সূচনা করা হচ্ছে ‘পরিবর্তন যাত্রা’। আর এই ‘পরিবর্তন যাত্রা’য় যে গাড়িটিকে ব্যবহার করা হচ্ছে তাকে বিজেপির রথ বলা হচ্ছে। তবে বিজেপির এই রথ বা গাড়ি প্রসঙ্গে বুধবার চরম কটাক্ষ শোনা গেল অনুব্রত মণ্ডলের মুখ থেকে। কটাক্ষ করে তিনি বলেন, ‘মিউনিসিপ্যালিটির ময়লা ফেলার গাড়িকে রথ বানিয়েছে বিজেপি।’
বুধবার পুরন্দরপুরে তৃণমূলের মহিলা কর্মী সভায় বক্তব্য রাখার সময় অনুব্রত মণ্ডল বলেন, “রথযাত্রার বলতে একটা ট্রাক! সেই ট্রাকে রথযাত্রা! ট্রাকটা নাকি শুনছি অন্ধ্রের। মিউনিসিপ্যালিটির গাড়ি ছিল ময়লা ফেলা। সেটাকে পরিষ্কার করে এসি ফেসি রং লাগিয়েছে।”
এখানেই শেষ নয়, অনুব্রত মণ্ডল বিজেপির এই রথ নিয়ে খোঁচা দিয়ে আরও বলেন, “রথে তো কোনদিন রবাটের চাকা থাকে না। রথে থাকে কাঠের চাকা। রথে থাকে ঘোড়া। রথ টানে মানুষ। রথ কোন দিন স্টীয়ারিং-এ চলে না। তাই জগন্নাথের সঙ্গে যখন অন্যায় করেছে, জগন্নাথ বিচার করে দিয়েছে।”
[aaroporuntag]
যদিও অনুব্রত মণ্ডলের বিজেপির রথ প্রসঙ্গে এমন খোঁচার পরিপ্রেক্ষিতে জেলা অথবা রাজ্য বিজেপির তরফ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।