বিজেপিকে ভেড়ার সাথে তুলনা করে অনুব্রতর দাবি, মাথায় পোকা হয়েছে, পাল্টা বিজেপি

অমরনাথ দত্ত : দিল্লি বিজেপির নির্দেশে ১৫ই অক্টোবর থেকে দেশজুড়ে শুরু হয়েছে গান্ধী সংকল্প পদযাত্রা। আজ বীরভূমের বিভিন্ন জায়গায় পদযাত্রায় অংশগ্রহন করে বিজেপি নেতাকর্মীরা। আজ থেকেই বীরভূমে শুরু হয়েছে এই পদযাত্রা।

শুরুর প্রথম দিনেই সংকল্প যাত্রাকে কটাক্ষ তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের।এদিন বীরভূমের কংকালী পঞ্চায়েতের বিজেপি থেকে তৃণমূলে যোগদান করে কয়েকশো বিজেপি কর্মী।

যোগদানের পর একটি সাংবাদিক সম্মেলন করেন অনুব্রত মণ্ডল। সেখানে সাংবাদিকরা বিজেপির সংকল্প পদযাত্রা নিয়ে প্রশ্ন করতেই অনুব্রত মণ্ডল বিজেপিকে ভেড়ার সাথে তুলনা করে বলেন, “ভেড়ার মাথায় পোকা হলে কি করে জানেন তো? মাথাটাকে দেওয়ালে গিয়ে মারে দাই দাই করে। ঠিক সেরকমই ওদের মাথায় পোকা হয়েছে। তাই যা মন তাই করে বেড়াচ্ছে।”

অনুব্রত মণ্ডলের কটাক্ষকে উড়িয়ে দিয়ে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি রামকৃষ্ণ রায়ের দাবি, “পোকা তো উনার মাথাতেই হয়েছে। এই পদযাত্রা হয়েছে স্বচ্ছতাকে সামনে রেখে হচ্ছে। স্বচ্ছ প্রশাসন, স্বচ্ছ পরিবেশ, সবমিলিয়ে স্বচ্ছ ভারত। সমস্ত কিছুতেই স্বচ্ছতা আনার জন্যই এই যাত্রা। এটা ওনার বোঝার কথা নয়। কারণ উনি শুধুই বোম, বারুদের কারবার করেন, তাই উনি বুঝবেন না।”