NRC প্রসঙ্গ তুলে স্বমেজাজে অনুব্রত, ‘ডিটেনশন ক্যাম্প’ করতে এলে হাত ভেঙ্গে নেওয়ার হুমকি

নিজস্ব প্রতিবেদন : মহঃবাজারে বিজয়া সম্মিলনী ও কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে স্বমেজাজে অনুব্রত মন্ডল। এনআরসি প্রসঙ্গ তুলে বিজেপিকে দিলেন হুমকি। তিনি বলেন, ‘ভুল করেও বিজেপিকে ভোট দেবেন না। দলটা কোন কাজ করে না। লোকসভায় তো বহু দিয়েছেন, কি করেছে, কি করবে কোন পরিকল্পনা নেই।’

এরপরই তিনি বলেন, “এরা একটা জিনিস খুব ভালো জানে, হিন্দু-মুসলমানে কিভাবে ডাঙ্গা লাগাবো। পশ্চিম বাংলায় হিন্দু মুসলমান এক জায়গায় থাকে, তাদেরকে কি করে অশান্ত করব। পশ্চিম বাংলায় দাঙ্গা করা যায় না, আর এটা বীরভূম জেলা এখানে দাঙ্গা করা যায় না। মমতা ব্যানার্জি যতদিন থাকবে, যতদিন আমরা থাকবো এনআরসি করতে দেব না। এক বিন্দু রক্ত থাকতে এনআরসি করা যাবে না। তুমি বড় বড় জেল (ডিটেনশন ক্যাম্প) করছো, বহু মানুষকে জেলে (ডিটেনশন ক্যাম্প) ভরছো। ক্ষমতা থাকলে পশ্চিমবঙ্গে একটা জেল (ডিটেনশন ক্যাম্প) করে দেখাও জানব তোমার ক্ষমতা আছে। যে জেল (ডিটেনশন ক্যাম্প) করবে তার বেরিয়ে হাত-পা ভেঙে দেবো।”

প্রসঙ্গত রবিবার দুপুর ১২ টা নাগাদ মহঃবাজার থানার পাশে ব্লক তৃণমূলের পক্ষ থেকে আয়োজন করা হয় বিজয়া সম্মিলনী অনুষ্ঠান ও কর্মীসভার। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, সহ-সভাপতি অভিজিৎ সিংহ ও মলয় মুখোপাধ্যায়, কৃষিমন্ত্রী মন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায়, মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সভাধিপতি বিকাশ রায়চৌধুরী সহ মহম্মদবাজার ব্লকের ব্লক সভাপতি তাপস সিংহ এবং ছটি পঞ্চায়েতের সমস্ত পঞ্চায়েত প্রধান, অঞ্চল সভাপতি ও বুথ সভাপতিরা।