“আমার ভাগ্য ভালো, ঈশ্বর উনার মঙ্গল করুক”, কৈলাসের মন্তব্যে প্রত্যুত্তর অনুব্রতর

অমরনাথ দত্ত : “আমার ভাগ্য ভালো, ঈশ্বর উনার মঙ্গল করুক। মুখ্যমন্ত্রী বলে জেলাতে এমন পদ আছে নাকি!”এমনই প্রত্যুত্তর শোনা গেল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের গলায়।

ঘটনার সূত্রপাত বুধবার সকালে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একটি প্রতিনিধি দল আজ সকালে মুর্শিদাবাদ যাওয়ার আগে বোলপুরের একটি টুরিস্ট লজে বীরভূম জেলার বিজেপির প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেন। সেখানে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ টেনে বলেন, “এই রাজ্যে এমন জায়গা রয়েছে, যেখানে আবার সেখানকার মুখ্যমন্ত্রী আলাদা একজন। যেমন বীরভূম। যেখানকার মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডল। তিনি এসপির চেয়ারে বসেন, থানাতে নির্দেশ দেন, ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর মিথ্যা অভিযোগ করার নির্দেশ দেন। পুরো রাজ্যে অরাজকতা চলছে।”

কৈলাস বিজয়বর্গীয় এই উত্তরের প্রত্যুত্তরে অনুব্রত মণ্ডল বলেন, “আমার ভাগ্য ভালো, ঈশ্বর ওর মঙ্গল করুক। বোকা বলে এই কথাটা বলেছে। মুখ্যমন্ত্রী বলে জেলাতে কোন পদ আছে নাকি? মুখ্যমন্ত্রী হতে গেলে এমএলএ হতে হয়। আমি এমএলএ নাকি?”

এরপরেই তিনি কটাক্ষ করে বলেন, “ও বোকা বলেই বলেছে। ইউপির মাল, না কোথাকার মাল ও! একটা এসপি হতে গেলে আইপিএস পড়তে হয়। একটা এসপি মনে করলে মুখ্যমন্ত্রী হতে পারে। একটা পার্টির লিডার কোনদিন এসপি হতে পারে না। এসপির চেয়ারের আলাদা দাম আছে, আইপিএস চেয়ার ওটা। ওটা মানুষ সম্মান করে। ও মূর্খ বলে এসব আজেবাজে কথা বলছে। মুখ্যমন্ত্রী হতে গেলে ভোটে জিততে হয়। ভোটে দাঁড়াতে হয়। তারপর মুখ্যমন্ত্রী হওয়া যায়। বোকা লোক পাগল ছাগল লোক, কথা বলতে জানে না, কথা বলতে গিয়ে কথা আটকে যায়। মে মে মে মে করে, গায় গায় গায় গায় করে।”