‘মনিরুলকে কুকুর তাড়া করবো, লাভপুরে তৃণমূল হারলে সভাপতিত্ব ছাড়বো’ অনুব্রত মণ্ডল

অমরনাথ দত্ত : ‘অতই যদি লড়াই করার ইচ্ছা থাকে, ডেট দাও। কোথায় দেবে, কোনখানে দেবে রাজি আছি।’ লাভপুরে ঠিবা অঞ্চলে তৃণমূলের জনসভা থেকে মনিরুল ইসলাম ও বিজেপিকে হুঁশিয়ারি দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

তিনি এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রথমে মনিরুল ইসলামের নাম না করে বলেন, “আমি জানিনা কেন এরা এই নোংরামি রাজনীতি করছে। কেন মানুষ খুনের রাজনীতিতে মেতে গেল। এভাবে তো রাজনীতি করা যায় না। অতই যদি লড়াই করার ইচ্ছা হয় ডেট দাও। কোথায় দেবে, কোনখানে দেবে। আমি রাজি আছি। সেই ময়দানে আমিও থাকব। যদি আমি হেরে যাই, আমি মৃত্যুবরণ করবো। পিছিয়ে আসবো না। ৮৬ সাল থেকে পিছিয়ে আসি নাই। এখনো পিছিয়ে আসবো না। যারা এই খেলা খেলছেন, ভুল খেলছেন। একজনা কাঠি নাড়াচ্ছে, আর আপনারা মার্ডার কেসের আসামি হচ্ছেন। কি লাভ হচ্ছে? একজনা দূর থেকে হাসছে, মার্ডার হয়ে যাওয়ার পর জেল খাটছে কে? আমি, না আপনারা। ভুল হচ্ছে না। লড়াইয়ে পারবেন না। লড়াই করতে জানেন না, ময়দানে আসুন, লড়াই করুন।”

এর পরেই তিনি বলেন, “২১ শে নির্বাচন। সেই নির্বাচনে অংশগ্রহণ করুন। আমি চ্যালেঞ্জ করছি, লাভপুরে যদি তৃণমূল কংগ্রেস হেরে যায়। আমি জেলা প্রেসিডেন্ট থাকবো না। আমি দল ছেড়ে দেব। কেন বলছি বলুনতো? আজকে লাভপুরের মাটিতে মানুষের শান্তি এসেছে।”

এছাড়াও তিনি এদিন করোনাভাইরাস নিয়ে মোদি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে বলেন, “এখন মোবাইলে শুনলেই শুধু বলছে করোনাভাইরাস। ভারতবর্ষে তোমার চেয়ে বড় ভাইরাস আর কেউ আছে? তুমি অর্থনীতির ভাইরাস। তুমি ভারতবর্ষের অর্থনীতিকে শেষ করে দিলে।”

সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন অনুব্রত মণ্ডল সরাসরি মনিরুল ইসলামকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। বলেন, “লাভপুরে তৃণমূলের হয়ে যে দাঁড়াবে সেই কমকরে ৬০০০০ ভোটে জিতবে। মনিরুল ইসলাম বিজেপির হয়ে লাভপুরে দাঁড়ালে খুব ভালো হয়। ঈশ্বর যেন মঙ্গল করে। আমি তো বলছি দাঁড়াক। দরকার হলে যা চাইবে আমি সাহায্য করবো। কুকুর তাড়ায় দেখেছেন? কিরকম করে তাড়ায়? সেরকম করে তাড়াবো। না দাঁড়ালে তাড়াতে পারব না। দাঁড়ালে ভালো হয়। আর এবার যদি কোন তৃণমূল কর্মীর উপর আক্রমণ হয় তাহলে যে আক্রমণ করবে তার ঘরে দলবেঁধে লোক চলে যাবে।”