‘কোনটা জাতীয় সড়ক, কোনটা রাজ্য সরকারের চেনেন না’, রাজ্যপালকে কটাক্ষ অনুব্রতর

হিমাদ্রি মণ্ডল : শুক্রবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর সড়ক পথে ফারাক্কা যাওয়ার সময় বীরভূমের সিউড়ির সার্কিট হাউসে আধ ঘন্টার জন্য বিশ্রাম নেন। তারপর তিনি সাংবাদিকদের সম্মুখীন হন। সেখানে নানান প্রশ্নে রাজ্যপাল – রাজ্য দ্বন্দ্ব আবারো পরিস্ফুট হয়। রাজ্যপালকে করা সাংবাদিকদের প্রশ্ন ওঠে জাতীয় সড়কের দুর্দশার কথাও।

তবে সেই প্রশ্নের উত্তরে রাজ্যপাল জানান, “যাতায়াতের রাস্তা ঠিকই ছিল, ন্যাশনাল হাইওয়ে ঠিক ছিল। প্রথম দিকে রাজ্য সড়কও ঠিক ছিল। পরে রাজ্য সড়কের কোনো কোনো জায়গা খারাপ ছিল। রাস্তা খারাপের জন্য ঝটকা খেতে হল। ঝটকা তো জীবনে খেতে হবে।” অর্থাৎ তাঁর বক্তব্য জাতীয় সড়কের বেহাল দশা প্রসঙ্গকে অবজ্ঞা করা হয়েছে বলেই মত রাজনৈতিক মহলের। পাশাপাশি রাজ্য সড়ককে দোষারোপ করেছেন।

তবে এ নিয়ে আজ বিকালে পুরন্দরপুরের তৃণমূল বুথ ভিত্তিক প্রতিনিধি সম্মেলনে রাজ্যপালকে কটাক্ষ করতে ছাড়লেন না বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

তিনি রাজ্যপালকে কটাক্ষ করে বলেন, “জানি না উনি কোন রাস্তায় এসেছেন। আসলে উনার দোষ নাই। উনিতো রাস্তাঘাট চেনেন না। কোনটা জাতীয় সড়ক, কোনটা রাজ্য সড়ক উনি হয়তো ঠিক করতে পারেন নাই। উনার পিএ টিএ যারা ছিলেন তারা ঠিকঠাক বোঝাতে পারেন নাই।”

এরপরেই তিনি বলেন, “আমার মনে হয়না রাজ্য সরকারের কোন রাস্তা খারাপ আছে, আমার অন্তত পক্ষে জানা নাই। সিউড়ি থেকে কাটোয়া পর্যন্ত রাস্তা করা হয়েছে সেই রাস্তার একটা কোনও ছাড়ে নাই।”