উডবার্নের 12½ নম্বর কেবিনে ভর্তি হন অনুব্রত মণ্ডল, নম্বর এমন উদ্ভট কেন

নিজস্ব প্রতিবেদন : বুধবার দিনভর রাজ্য হয়ে ওঠে অনুব্রতময়। বুধবার থেকে বললে ভুল হবে, মঙ্গলবার বিকাল থেকেই এমনটা লক্ষ্য করা। যখন থেকে তিনি বাড়ি থেকে বের হন কলকাতার উদ্দেশ্যে। তার কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছিল এবার বোধহয় বীরভূমের এই দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা সিবিআই দপ্তরে হাজির হবেন।

এমনকি বুধবার সকালেও নিজের কলকাতার ফ্ল্যাট থেকে বের হন। কিন্তু তার গাড়ি নিজাম প্যালেস টপকে পৌঁছে যায় এসএসকেএম হাসপাতালে। গাড়ির এই নাটকীয় মোড়ের পরিপ্রেক্ষিতে দিনভর অনুব্রত মণ্ডলকে নিয়ে শোরগোল পড়ে যায় রাজ্য জুড়ে। জানা যায় মঙ্গলবার রাত থেকেই অসুস্থতা বোধ করছিলেন অনুব্রত মণ্ডল এবং তিনি শারীরিক সমস্যার কারণে এসএসকেএম হাসপাতালে চলে আসেন।

হাসপাতালে পৌঁছে অনুব্রত মণ্ডল চিকিৎসকদের জানান, তাকে যেন উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ (12½) নম্বর কেবিনে ভর্তি করা হয়। এই সাড়ে ১২ নম্বর কেবিনেই কেন অনুব্রত মণ্ডল ভর্তি হতে চাইলেন এবং এই কেবিনের নম্বর কেন এমন উদ্ভট? উডবার্ন ওয়ার্ডে যতগুলি কেবিন রয়েছে প্রত্যেকটির নম্বর সাধারণ। কিন্তু কেবল একটি কেবিন রয়েছে যার নম্বর এমন 12½।

এর পিছনে রয়েছে একটি কারণ। এসএসকেএমের এই উডবার্ন ওয়ার্ড ব্রিটিশ আমলে তৈরি। এই ওয়ার্ডের বিভিন্ন কেবিনে ভিআইপিদের চিকিৎসা করা হয়ে থাকে। তবে এই উডবার্ন ওয়ার্ডের 12½ নম্বর কেবিনটির এমন নামকরণ করার পিছনে রয়েছে ব্রিটিশরাই। তারা ১৩ সংখ্যাটিকে অপয়া মনে করতেন। যে কারণে কোন কেবিনের নম্বর ১৩ রাখা হয়নি। ১২ নম্বর কেবিনের পরেই রয়েছে 12½ এবং এরপরেই রয়েছে ১৪ নম্বর কেবিন।

অন্যদিকে এই সাড়ে ১২ নম্বর কেবিনটি স্বাধীনতার পর থেকেই মূলত ভিভিআইপিদের জন্য রাখা হয়ে থাকে। দেশের রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী যখন কলকাতা সফরে আসেন সেই সময় এই কেবিনটি তাদের জন্য বরাদ্দ করা হয়ে থাকে। এর পাশাপাশি সাধারণ ভাবে এই কেবিনটি বরাদ্দ থাকে মুখ্যমন্ত্রী অথবা রাজ্যপালের জন্য। কেবিনটির বিশেষত্ব সম্পর্কে যা জানা গিয়েছে তা হল, সেটি অনেকটাই লোকচক্ষুর আড়ালে। সেখানে পৌঁছানো অনেকটাই কঠিন।