নতুন বছর কোথায় কাটবে জানেন না, তবে সুযোগ পেতেই বিশেষ বার্তা অনুব্রতর

লাল্টু : দীর্ঘ চার মাসের বেশি সময় ধরে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল হয় সিবিআই হেফাজতে, না হয় জেল হেফাজতে কাটিয়েছেন। সিবিআই হেফাজত এবং জেল হেফাজত থেকে এখন তিনি ঠাঁই পেয়েছেন পুলিশ হেফাজতে। তিনি জানেন না নতুন বছর কোথায় কাটবে!

কারণ গত মঙ্গলবার তাকে দুবরাজপুর আদালত দলীয় কর্মী শিব ঠাকুর মন্ডলকে খুন করার অভিযোগের পরিপ্রেক্ষিতে যে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় তা শেষ হচ্ছে সোমবার। সেইমতো তাকে পুনরায় আদালতে তোলা হবে আগামী মঙ্গলবার। সেদিন বিচারক কি নির্দেশ দেন তার উপরই নির্ভর করছে কোথায় তিনি থাকবেন?

কোথায় কাটবে অনুব্রত মণ্ডলের নতুন বছর তা তার জানা না থাকলেও শনিবার আগাম তিনি বিশেষ বার্তা দিলেন জেলা ও রাজ্যের বাসিন্দাদের। মূলত প্রতিদিনের মতো শনিবারও তাকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে আনা হয় মেডিকেল চেকআপ করার জন্য। মেডিকেল চেকআপের পর হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় বহুদিন পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন।

এদিন হাসপাতাল থেকে পুনরায় দুবরাজপুর থানা যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি জানান, “নতুন বছরে ভালো যাক। প্রত্যেক মানুষের ভাল যাক। বীরভূম জেলার ভালো যাক। গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষের ভালো যাক।”

প্রসঙ্গত, আসানসোল জেল থেকে গত মঙ্গলবার তাকে আনার সময় দেখা যায় তার ব্লাড প্রেসার বেশি রয়েছে। শরীরে হালকা জ্বরও ছিল। তবে বর্তমানে তার শারীরিক পরিস্থিতির উন্নতি হয়েছে। এই তার শারীরিক কোন সমস্যা নেই বলেই জানা যাচ্ছে চিকিৎসকদের তরফ থেকে। তবে তাহলেও নিয়ম মেনে ২৪ ঘণ্টা অন্তর অন্তর তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রাখা হয়েছে।