‘হোঁচট খেয়ে পরে যাওয়ায় বাঁচাচ্ছিল পায়ের আঙ্গুল দিয়ে’, জয় প্রকাশ প্রসঙ্গে অনুব্রত

নিজস্ব প্রতিবেদন : “ভোট দেওয়ার কোন বয়স নাই। ধাক্কা মারার ও কোন বয়স নাই। এত সুন্দর টিম, এই টিমের যা ডিফেন্সে এগারোটা প্লেয়ার তাকিয়ে দেখতে হবে। ও বলে আমাকে দেখ সে বলে আমাকে দেখ। এই টিম কি পিছেয়ে আছে নাকি।”

আজ মুরারই বিধান সভায় বুথ ভিত্তিক সম্মেলনে মুরারইয়ের পলশার মাঠে বিধানসভা উপনির্বাচনে ৩ টি আসনে জয়ের জন্য এমনই মন্তব্য করলেন বীরভূমের তৃনমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মন্ডল। আজ মুরারইয়ে মৎসমন্ত্রী চন্দ্রনাথ সিনহার গ্রাম কলহপুর বুথে লোকসভা নির্বাচনে বিজেপি জেতায় তার গ্রামে আর বিধান সভার আগে কোন কাজ হবে না বলে জানান অনুব্রত মন্ডল।

তিনি বলেন, “মন্ত্রী হল তো লাটসাহেব নাকি। ২১ সালে দেখবো তারপর কাজ হবে।” যদিও তিনি সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি এড়িয়ে যান।

অনুব্রত মন্ডল আরও বলেন, “জয় প্রকাশ ভালো করে চলতে টলতে পারে না। ওই ভদ্রলোক লাথ মারে নি। ওকে পায়ের আঙ্গল দিয়ে টেনে ধরতে গিয়েছিল। হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। পায়ের আঙ্গল দিয়ে টেনে ধরতে গেছিল। ওই বুথে দুটো ভোট পেয়েছে ওর দাদু মনে হয় ভালো কাজ করেছিল।”

দিলিপ ঘোষের উদ্দেশ্যে তিনি বলেন, “ও হচ্ছে মস্তবড় পাগল, ও যখন পাগলের ট্যাবলেট টা খায়, তখন ঠিক থাকে। ষখনই ট্যাবলেটের নেশা টা কেটে যায় আল ফাল বকতে লাগে।”