মৌমাছি আনন্দময়ী মায়ের পুজোয় মঞ্চে পারফর্ম করতে আসছেন তিন খ্যাত তারকা

নিজস্ব সংবাদদাতা : বীরভূমের সিউড়ির কালীপুজোগুলির মধ্যে অন্যতম সিউড়ির অন্তর্গত মৌমাছি আনন্দময়ী মায়ের কালীপুজো। এখানে মায়ের প্রতিষ্ঠিত সুউচ্চ মন্দির রয়েছে, প্রতি অমাবস্যায় রীতি অনুসারে পূজো হয় মায়ের। পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন স্থান থেকে কালীপূজা ও অমাবস্যার প্রতিটি পুজোতেই অজস্র মানুষের সমাগম হয়।

দেখতে দেখতে এই পূজো এবছর ৮০ বছরে। মায়ের প্রতি সাধারণ মানুষের অগাধ বিশ্বাসের টানে যেমন মানুষ এখানে ভীড় জমান, ঠিক তেমনই এখানের পুজোয় তারকাদের সমাগম নিয়ে রয়েছে আলাদা গুরুত্ব। প্রতিবছর পুজোতে এখানে কোনো না কোনো খ্যাত তারকা মঞ্চ কাঁপাতে হাজির হন।

সেমত এবছরও মঞ্চে নিজেদের পারফর্ম করতে উপস্থিত তিন তারকা। অনুরতি রায়, বিট্টু সিং ও রাহুল দেব।

সারেগামাপা খ্যাত অনুরতি রায় আসছেন ৩১ শে অক্টোবর সন্ধ্যায়।

সেদিনই অনুরতির পরেই মঞ্চে পারফর্ম করবেন পাঞ্জাবী ভাঙড়া কিং বিট্টু সিং।

আর এসবের আগেও ২৯ শে অক্টোবর সন্ধ্যায় মঞ্চে পারফর্ম করে যাবেন ইন্ডিয়ান আইডলে অংশ গ্রহণকারী গায়ক রাহুল দেব।

মিডিয়া পার্টনার হিসাবে আপনারা অনুষ্ঠানের দিনগুলিতে লাইভ দেখতে পাবেন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।