অনলাইনে ভর্তুকিহীন ডিজিটাল রেশন কার্ডের আবেদন পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে ভোটার আইডি কার্ড, আধার কার্ড অথবা অন্য কোন পরিচয় পত্রের মত গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে রেশন কার্ড। কারণ এই রেশন কার্ডের মাধ্যমে লকডাউন চলাকালীন এবং পরবর্তী নভেম্বর মাস পর্যন্ত কেন্দ্র সরকারের তরফ থেকে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ২০২১ সালের জুন মাস পর্যন্ত বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার ঘোষণা করা হয়েছে। সুতরাং বর্তমান পরিস্থিতি অনুযায়ী রেশন কার্ডের গুরুত্ব অনেকটাই বেড়েছে। যদিও অনলাইনে আবেদন করা ভর্তুকিহীন ডিজিটাল রেশন কার্ডে রেশন থেকে বিনামূল্যে খাদ্য সামগ্রী পাওয়া যায় না। তবে এই কার্ড অন্যতম গুরুত্বপূর্ণ নথি হিসাবে ব্যবহৃত হতে পারে।

দেখা গিয়েছে বহু মানুষ এখনো তাদের ডিজিটাল রেশন কার্ড করিয়ে উঠতে পারেননি। আর যেখানে ডিজিটাল রেশন কার্ড গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে সেখানে ডিজিটাল রেশন কার্ড থাকাটা খুব জরুরি।

অনলাইনে আবেদন করার মাধ্যমে ভর্তুকিহীন ডিজিটাল রেশন কার্ড পাওয়া যায়। সে ক্ষেত্রে আবেদনকারীকে https://wbpds.gov.in/ প্রবেশ করতে হবে।

যেখানে ‘Click here to apply online for Non-Subsidised Ration Card
or Conversion to Non-Subsidised Ration Card’ নামে থাকা বিকল্পে ক্লিক করতে হবে।

ক্লিক করলেই পরবর্তী পর্যায়ে আপনার মোবাইল নম্বর চাওয়া হবে। সেখানে নির্দিষ্ট জায়গায় আপনার বৈধ মোবাইল নম্বরটি দিতে হবে। বৈধ মোবাইল নম্বর দেওয়ার পর আপনার নম্বরে একটি ওটিপি আসবে, যেটি নির্দিষ্ট জায়গায় দিয়ে চলে যেতে হবে পরবর্তী পর্যায়ে।

যেখানে দুটি অপশন থাকবে, একটি হলো ‘Existing Digital Ration Card Holder (AAY, PHH, SPHH, RKSY-I, RKSY-II Card)’ এবং অন্যটি হলো ‘New Applicant (Don’t Have Any Digital Ration Card)’। প্রথম অপশনটি আপনার ভর্তুকিযুক্ত কার্ড থেকে ভর্তুকিহীন কার্ডে রূপান্তরিত করার জন্য। দ্বিতীয় অপশনটির মাধ্যমে আপনি নতুন ডিজিটাল কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

অর্থাৎ নতুন কার্ডের আবেদনের জন্য ‘New Applicant (Don’t Have Any Digital Ration Card)’ অপশনে ক্লিক করে পরবর্তী পর্যায়ে চলে যেতে হবে। যেখানে আপনার জেলা, পঞ্চায়েত অথবা ওয়ার্ড, গ্রাম, পিন কোড, থানা, পোস্ট অফিস ইত্যাদি সঠিকভাবে পূরণ করতে হবে। এর পাশাপাশি আপনাকে জানাতে হবে আপনার কাছে কোন পুরাতন কাগজের রেশন কার্ড আছে কিনা। থাকলে হ্যাঁ আর না থাকলে না অপশনে ক্লিক করতে হবে।

এরপরে আপনাকে বেছে নিতে হবে আপনার নিকটবর্তী রেশন ডিলারদের। রেশন ডিলার বেছে নেওয়ার সময় আপনার এলাকার রেশন ডিলারের নাম দেখা যাবে। যেখান থেকে আপনি তা বেছে নিতে পারবেন।

পরবর্তী পর্যায়ে আবেদনকারীকে জানাতে হবে বাড়ির সাথে আবেদনকারীর সম্পর্ক। অর্থাৎ বাড়ির প্রধান নাকি অন্য কেউ।

এরপর নিজের নাম, বাবার নাম, লিঙ্গ, জন্মতারিখ, আধার নম্বর, ভোটার কার্ড নম্বর, মোবাইল নম্বর, ইমেল আইডি দিতে হবে।

এগুলি সব সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সাবমিট করে দিতে হবে নন সাবসিডি ডিজিটাল রেশন কার্ডের জন্য। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের ঘোষণা অনুযায়ী আবেদন করার ৩০ দিনের মধ্যে আবেদনকারী এই ডিজিটাল রেশন কার্ড হাতে পেয়ে যাবেন।

তবে মনে রাখবেন যারা ভর্তুকিযুক্ত অর্থাৎ বিনামূল্যে অথবা ভর্তুকিতে রেশন তুলতে চান তাদের ভর্তুকিযুক্ত ডিজিটাল রেশন কার্ডের জন্য অবশ্যই আবেদন করতে হবে নিকটবর্তী পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিস অথবা খাদ্য দপ্তর থেকে নির্দিষ্ট করে দেওয়া পঞ্চায়েত, বিডিও অফিস ও মিউনিসিপ্যালিটি অফিসে। সেখানেই নির্দিষ্ট ফর্ম পূরণ করার মাধ্যমে ভর্তুকিযুক্ত ডিজিটাল রেশন কার্ডের আবেদন করতে হবে।