প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাস কানেকশন পেতে আবেদন পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : উজ্জ্বলা যোজনা বা প্রকল্পের মাধ্যমে কিভাবে রান্নার গ্যাস কানেকশন নেওয়ার আবেদন করা যায়? আর সুবিধা কি কি?

দেশের গরিবদের বাড়ি বাড়ি রান্নার গ্যাস কানেকশন পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৬ সালের ১লা মে এই উজ্জ্বলা যোজনার উদ্বোধন করেন। যার পর থেকে এই প্রকল্পের আওতায় দেশের বিপিএল তালিকাভুক্ত মহিলাদের রান্নাঘরে গ্যাস কানেকশন পৌঁছানো শুরু হয়। এখনো পর্যন্ত ৯ কোটির কাছাকাছি রান্নার এই গ্যাস কানেকশন দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সরকারের পরিকল্পনা আরও দ্রুত দেশের প্রতিটি বিপিএল তালিকাভুক্ত মহিলাদের রান্নাঘরে এই কানেকশন পৌঁছে দেওয়ার।

উজ্জ্বলা যোজনা আবেদন করার পদ্ধতি

১) দেশের বিপিএল তালিকাভুক্ত মহিলারা এই প্রকল্পের আওতায় রান্নার গ্যাস কানেকশন নেওয়ার জন্য আবেদন করতে পারবেন।

২) আবেদন করার জন্য আবেদনকারীকে একটি ফর্ম পূরণ করতে হবে। যে ফর্মটি পাওয়া যাবে নিকটবর্তী গ্যাস এজেন্সির থেকে। গ্যাস এজেন্সি ছাড়া এই ফর্মটি ডাউনলোড করা যেতে পারে অনলাইন থেকে।

৩) অনলাইনে ফর্ম ডাউনলোড করার জন্য আবেদনকারীকে যেতে হবে উজ্জ্বলা যোজনা প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট http://www.pmujjwalayojana.com/download.html -এ।

৪) যেখানে হিন্দি ও ইংরেজি দুই ভাষায় আবেদন করার ফর্ম ডাউনলোড অপশন পাওয়া যাবে। পাশাপাশি এখানে পাওয়া যাবে কেওয়াইসি পূরণ করার ফর্মও।

৫) ফর্মটি ডাউনলোড করে সেটি পূরণ করার পর জমা দিতে হবে নিকটবর্তী গ্যাস এজেন্সিকে।

৬) আবেদন করার পর সরকারি তরফ থেকে আবেদনকারীর আবেদন ফর্ম খতিয়ে দেখা হবে এবং আবেদনকারী যদি উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন পাওয়ার ক্ষেত্রে উপযুক্ত হন তাহলে তার আবেদন গ্রহণ করার মাধ্যমে তাকে উজ্জ্বলা যোজনার আওতায় গ্যাস কানেকশন দেওয়া হবে।

আবেদন করার জন্য কি কি প্রয়োজন

১) আবেদনকারীকে আবেদন করার ক্ষেত্রে তার জন ধন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং আধার নম্বর জমা করতে হবে।

২) আবেদনকারীকে ফর্ম পূরণ করার সময় দিতে হবে AHL Tin নম্বর।

৩) এছাড়াও আবেদন ফর্ম জমা দেওয়ার সময় প্রয়োজনীয় নথির জমা দিতে হবে।

উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাস কানেকশন নেওয়ার ক্ষেত্রে গ্রাহকদের সর্বমোট খরচ হয় ৩২০০ টাকা। তবে এক্ষেত্রে সরকারের তরফ থেকে ভর্তুকি দেওয়া হয় ১৬০০ টাকা। অর্থাৎ আবেদনকারীকে কানেকশন পাওয়ার জন্য খরচ করতে হয় মোট ১৬০০ টাকা। এই ১৬০০ টাকা দেওয়ার ক্ষেত্রেও আবেদনকারী ইচ্ছা করলে ইএমআই পদ্ধতি বেছে নিতে পারেন। সে ক্ষেত্রে গ্যাস রিফিলের সময় ভর্তুকি থেকে সেই টাকা কাটা হবে।