কোটি কোটি টাকা রোজগার করলেও জীবনযাপন সাধারণ! এত টাকা কী করেন অরিজিৎ

বলিউডের তারকা মানেই মুম্বাইয়ের কোনও বিলাসবহুল বাড়িতে তার বসবাস। দামী দামী গাড়িতে চড়া আর দামী জিনিসপত্র ব্যবহার করা। সচরাচর এটাই দেখতে পাই আমরা। কিন্তু এমন বহু জনপ্রিয় বলিউড তারকা রয়েছেন যারা এই সব কিছু থেকে অনেক দূরে থাকতে পছন্দ করেন। এমন একজন তারকা রয়েছেন আমাদের বাংলায়। তাকে চেনেন না এমন মানুষ ভারতে খুব কম রয়েছে।

বাঙালি এই তারকা হলেন গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। মুম্বাইতে বিলাসবহুল বাড়ি, গাড়ি সব রয়েছে। তাও নিজের গ্ৰাম জিয়াগঞ্জেই থাকতে পছন্দ করেন তিনি। নিজের পরিবার অর্থাৎ বাবা, স্ত্রী ও তিন সন্তানকে ছেড়ে তিনি থাকতে চান না মুম্বাইতে (Mumbai)। আর তাছাড়াও শহরের দমবন্ধ করা পরিবেশে থাকতে পছন্দ করে না তিনি। তাই বার বার‌ ফিরে আসেন তার নিজের বাড়িতে।

কিন্তু বাংলার এই গায়কের চাহিদা দেশের সব গায়কের থেকে বেশি। এমনকি পারিশ্রমিকও বেশি। প্রতিটি গান গাওয়ার জন্য তিনি ১৫ থেকে ২৫ লাখ টাকা নেন। এছাড়াও বছরে অনেকগুলি লাইভ শো করেন তিনি। সেই শোয়ের জন্যেও ১ কোটি টাকার বেশি পারিশ্রমিক নেন তিনি। এখন তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫৫ কোটি টাকার সম্পত্তি রয়েছে।

তাই প্রশ্ন উঠতেই পারে যে, কোটি কোটি টাকা উপার্জন করার পর কীভাবে সেই টাকা খরচ করেন অরিজিৎ? আসলে সমাজ কল্যাণের জন্য এই টাকা খরচ করেন তিনি। ছোটবেলায় জিয়াগঞ্জেই রাজা বিজয় সিংহ বিদ্যামন্দিরে পড়তেন তিনি। সেই স্কুলের উন্নয়নের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন অরিজিৎ। তাই তাকে স্কুলের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়াও অরিজিতের নিজস্ব স্বেচ্ছাসেবী সংস্থাও (NGO) রয়েছে। জিয়াগঞ্জে উন্নত হাসপাতাল করার চিন্তাভাবনাও রয়েছে তাঁর। মুর্শিদাবাদে অতিমারির সময় চিকিৎসার পরিকাঠামো আরও মজবুত করতে অর্থসাহায্যও করেছেন গায়ক (Singer)। এ ছাড়াও অরিজিৎ তাঁর উপার্জনের একটা বড় অংশ জিয়াগঞ্জের হাসপাতালের উন্নয়নে, দুঃস্থ শিশুদের হার্টের চিকিৎসায় এবং গানের স্কুল নির্মাণে ব্যয় করেন। এ ছাড়াও জিয়াগঞ্জে বিনামূল্য ইংরেজি শিক্ষার কোচিংও খুলেছেন। লাগাতার বিভিন্ন সামাজিক উদ্যোগেও সামিল হন তিনি। আসলে নিজের স্বার্থ নয় বরং সমাজের সার্বিক উন্নতিই যেন অরিজিতের একমাত্র লক্ষ্য।