বড় তারকা হয়েও নিজের স্কুলকে ভোলেননি অরিজিৎ, নিলেন বিশেষ দায়িত্ব

নিজস্ব প্রতিবেদন : সঙ্গীত জগতে এখন যে সকল নামজাদা তারকা রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন অরিজিৎ সিং। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের এই ছেলেটির আচার-আচরণ কখনোই তারকাসুলভ নয়। সবসময় তাকে মাটির সঙ্গে মিশে থাকতে লক্ষ্য করা যায়।

নামজাদা তারকারা যখন নিজেদের কাজ নিয়ে মায়ানগরীতে অথবা রাজকীয় ভাবে দিন কাটান, সেই জায়গায় কিন্তু জিয়াগঞ্জের এই অরিজিত অনেক সময় কাটান নিজের জন্মভূমিতে। বিভিন্ন সময় তাকে নতুন নতুন ভূমিকায় লক্ষ্য করা গিয়েছে। সেইরকমই এবার এই নামজাদা তারকাকে বিশেষ ভূমিকা লক্ষ্য করা গেল।

অরিজিৎ সিং যে স্কুলে মাধ্যমিক পাস করেছেন সেই স্কুলের পরিচালন সমিতির সভাপতির পদ গ্রহণ করলেন। তিনি যে স্কুলে মাধ্যমিক পাস করেছিলেন সেই স্কুলটি হলো জিয়াগঞ্জ রাজা বিজয় সিংহ বিদ্যামন্দির। সবচেয়ে বড় বিষয় হলো এই স্কুলে নিজে গিয়ে তিনি এই পদ গ্রহণ করেছেন।

অরিজিৎ সিংয়ের বলিউড সফর শুরু হয়েছিল রিয়েলিটি শোয়ের মধ্য দিয়ে। এর বেশ কিছু সময় পরে তার সিনেমায় প্লেব্যাক সিঙ্গার হিসেবে আত্মপ্রকাশ ঘটে। বরফি সিনেমার ‘ফির লে আয়ে দিল’ গান থেকে তার খ্যাতি শুরু হয়। বর্তমানে তিনি খ্যাতির এতটাই চূড়ান্ত পর্যায়ে রয়েছেন যে তার লাইভ শোয়ের টিকিট পাওয়ার জন্য হুড়োহুড়ি লেগে যায়। তবে এখানেও সেলিব্রিটির জীবন কাটে সাধারণ মানুষের মতই।

প্রতিবেশীদের থেকে জানা যায়, অরিজিৎ জিয়াগঞ্জ এলে একেবারে সাধারণ মানুষদের মতোই বাজার ঘাট ঘুরে সবকিছু নিজের হাতে করেন। সাধারণ একটি স্কুটিতে চেপেই তাকে এই সকল কাজ করতে লক্ষ্য করা যায়। আর এবার তার স্কুল পরিচালন সমিতির সভাপতি হওয়া নিয়ে জানা গিয়েছে, রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশ মোতাবেক তাকে এই পদ দেওয়া হয়েছে।