অরিজিতের মতোই সুরেলা তার বোন অমৃতা, না শুনলে বিশ্বাস হবে না

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে বলিউড কাঁপানো সংগীত শিল্পীদের মধ্যে অন্যতম হলেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জের অরিজিৎ সিং। এই অরিজিৎ সিং এত বড় একজন গায়ক হয়েও তার স্বভাব, চরিত্র কখনোই তারকা সুলভ নয়। যে কারণে তার গানের গলার জন্য যতটাই জনপ্রিয়তা লাভ করেছেন, ততটাই তিনি জনপ্রিয়তা লাভ করেছেন তার এই স্বভাবের জন্য।

তবে অনেকেই হয়তো জানেন না অরিজিৎ সিং যতটাই সুরেলা ঠিক তেমনি সুরেলা আরও এক সংগীতশিল্পী রয়েছেন তার পরিবারে। তিনি হলেন অরিজিত সিংয়ের নিজের বোন অমৃতা সিং মজুমদার। অরিজিতের পাশাপাশি অমৃতাও একজন সুগায়িকা। অমৃতার গানের গলার কতটা সুরেলা তা হয়তো না শুনলে বিশ্বাস হবে না।

অরিজিতের পাশাপাশি অমৃতা গত চার বছর আগে অরিন্দমের হাত ধরে প্লেব্যাকের দুনিয়ায় পা রেখেছেন। জেনারেশন আমি ছবিতে গান গেয়েছেন তিনি। তবে টলিউড সিনেমায় গান যাওয়ার পরেই থেমে যান নি তিনি। দাদার মতোই পা রেখেছেন বলিউডে। দাদার সঙ্গে ‘পাগলেট’-এর মতো ছবিতেও কাজ করেছেন। সম্প্রতি অমৃতার নতুন অ্যালবাম রিলিজ হয়েছে।

এছাড়াও একাধিক সিনেমায় প্লেব্যাক সিঙ্গার হিসেবে গান গেয়েছেন অমৃতা। শুভশ্রী-ঋদ্ধি অভিনীত ‘বিসমিল্লাহ’ ছবিতে গান গেয়েছেন তিনি। এই ছবির ‘তোমাকে দেখিনি’ গানটি দারুণভাবে জনপ্রিয়তা লাভ করে। এই গান গেয়েছেন অমৃতা আর এই গানের মিউজিক দিয়েছেন ছবির পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত।

এমনিতে অরিজিৎ সিং প্রচার বিমুখ হলেও তিনি তার বোনের জন্য সোশ্যাল মিডিয়ায় ‘তোমাকে দেখিনি’ গানের লিঙ্ক পোস্ট করে তার বোনের জন্য আশীর্বাদ প্রার্থনা করেছেন। অমৃতা রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। ২০১৭ সালে তিনি সাত পাকে বাঁধা পড়েন।