Arijit Singh: লন্ডনেও অরিজিতের বাংলা চর্চা, সাংবাদিক বৈঠকে বলে উঠলেন ‘জেঠিমা কেমন আছো!’

চিরকাল মাটির সাথে জড়িয়ে থাকতে পছন্দ করেন অরিজিৎ সিং (Arijit Singh)। তিনি সব সময় পছন্দ করেন লাইমলাইট থেকে নিজেকে অনেক দূরে রাখতে। কিন্তু তাকে নিয়ে কৌতুহলের শেষ নেই তার ভক্তদের। তার জীবনযাপন দেখলে অবাক হতে হবে। কোনো কাজকে দেখিয়ে করা পছন্দ করেন না তিনি। তাঁর অসাধারণ কণ্ঠে বুঁদ কাশ্মীর থেকে কন্যাকুমারী। অরিজিতের কনসার্টের টিকিট সত্যি মূল্যবান তবুও মাটিতে পা রেখে চলতেই পছন্দ করেন এই অসামান্য গায়কটি।

শুধু দেশের মাটিতেই নয় বিদেশেও সমান জনপ্রিয় এই গায়ক। কিন্তু নিজের ভাষা ও সংস্কৃতির প্রতি টান চিরকালই মুগ্ধ করে তার ভক্তদের। গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে তেমনি একটি ভিডিও ভাইরাল হয়েছে। লন্ডনে অনুষ্ঠিত একটি সাংবাদিক বৈঠকে ইংরাজিতেই কথাবার্তা চলছিল অরিজিতের, এমনকি লন্ডনে দ্বিতীয় বার পারফর্ম করবার আগে খুব এক্সাইটেড ছিলেন তিনি। আচমকাই অরিজিতের পূর্ব পরিচিত একজন বয়স্ক মহিলাকে দেখতে পান তিনিl তাঁকে বাংলায় জেঠিমা বলে সম্মোধনও করেন অরিজিৎ সিং (Arijit Singh)। লন্ডনের সাংবাদিক বৈঠকে বাংলা বলতে পারার আনন্দ চোখে মুখে ফুটে উঠেছিল তার। অরিজিতের ফ্যান পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয় যা এখন সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল।

সূত্রের মাধ্যমে জানা যায় যে, অরিজিৎ সিং (Arijit Singh) ২০০৯ সালে লন্ডন সফরে এসেছিলেন তখনই এক প্রবাসী বাঙালি পরিবারের সাথে তাঁর আলাপ হয়েছিল। পাঁচ বছর বাদেও অমলিন সেই স্মৃতি। ২০১৪ সালে অরিজিত যখন লন্ডনে সাংবাদিক বৈঠক করেছিলেন, তখন তিনি বলেন এখানকার অনেক মানুষকে তিনি চেনেন। একটি কোর্স করতে তিনি এখানে এসেছিলেন যা পূরণ করতে পারেননি তিনি। তবে তিনি আরো বলেন যে, এখানকার মানুষজন খুবই ভালো।

অরিজিতের জীবনে সবথেকে বড় টার্নিং পয়েন্ট হলো ‘তুম হি হো’ গানটি। এই গানটি রিলিজ হওয়ার পর একপ্রকার মিউজিক সেনসেশনে পরিণত হয়েছিলেন অরিজিৎ সিং। তবে অরিজিতের প্রতি আপনার শ্রদ্ধা বেড়ে যাবে ওর মাটির সাথে জুড়ে থাকার প্রবণতা দেখে। সম্প্রতি মনে করা হয় বলিউডকে একমাত্র হিট গান দিতে পারে অরিজিৎ সিং (Arijit Singh)। তবে জিয়াগঞ্জের এই ভূমিপুত্র বাংলা গানেও সমান জনপ্রিয়তা অর্জন করেছে। রুপালি পর্দার চাকচিক্য থেকে অনেক দূরে তিনি জিয়াগঞ্জের বাড়িতেই স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে বসবাস করেন। তার ভক্তের সংখ্যা শুনলে অবাক হতে হবে আপনাকে।

অরিজিৎ সিং (Arijit Singh) তার প্লে- ব্যাকের ক্যারিয়ারে ৫০টির বেশি পুরস্কার অর্জন করেছেন। বর্তমানে তার ভক্তের সংখ্যা অসংখ্য। বলিউডের এই এক নাম্বার গায়ক এখন রয়েছেন অস্ট্রেলিয়া সফরে। বি-টাউনে কানাঘুষো শোনা যায় যে, ‘ঝুমে জো পাঠান’-এর পর শাহরুখ খানের ‘জওয়ান’ ছবিতেও গান গাইবেন তিনি।