অরিজিতের গলায় ‘চলে যেতে যেতে দিন বলে যায়’, শুনলে শুনতেই মনে হবে

সারা বিশ্ব জুড়ে অরিজিতের ভক্ত সংখ্যা গুনে শেষ করা যাবে না। তাঁর গায়কিতে মুগ্ধ সবাই। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই নজরে আসে তাঁর কনসার্ট ও তার সম্পর্কিত সহস্র ভিডিও। কিছু দিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অরিজিত সিংয়ের একাধিক বাংলা গানের ভিডিও। তাঁর কন্ঠের জাদুতে গোটা দেশ।

সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণের খবর সকলেই জানি। তার অমৃতলোকে যাবার পর তাঁকে শ্রদ্ধা জানানোর জন্য একটি সর্বভারতীয় চ্যানেল একটি অনুষ্ঠান আয়োজন করে। যেখানে একাধিক গায়ক গায়িকার লতাজীর গান গেয়ে তাকে শ্রদ্ধা জানান। সেই অনুষ্ঠানেই লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানিয়ে তাঁর বেশ কয়েকটি গান করেন অরিজিৎও।

অন্যান্য সকলের গান ভালো হলেও, সেই অনুষ্ঠানের সকল প্রশংসা নিজের ঝুলিতে করে বাড়ি নিয়ে যান অরিজিৎ। তার কন্ঠে সেই সব বহু পুরোনো জনপ্রিয় গান শুনে মুগ্ধ হয়ে যান সকলে। ‘নাম গুম জায়েগা’ এই হিন্দি গান দিয়ে শুরু করেন তিনি। তারপর একের পর এক গানে অনুরাগীদের মোহিত করেন অরিজিৎ। তবে শুধু হিন্দি গানই নয়, বাংলা ও মারাঠী গানও শোনালেন তিনি। এক নয় একাধিক বাংলা গান গেয়ে বাঙালি শ্রোতাদের মন জয় করেছেন অরিজিৎ।

সব কটি গানের সাথে নিজেই বাজিয়েছেন গিটার। তিনি গাইলেন ‘যা রে উরে যারে পাখি’, ‘হায় হায় প্রাণ যায়’ প্রভৃতি বাংলা গান। ‘দে দোল দোল দোল’, ‘না মনো লাগে না’ এই গানগুলি হিন্দি বাংলা একসঙ্গে গেয়ে সকলের মন জয় করলেন তিনি। এই গান দুটির ভিডিও ক্লিপ বোধহয় সোশ্যাল মিডিয়ায় নানা ভাবে সর্বাধিক শেয়ার করা হয়েছে।

তার গাওয়া ‘চলে যেতে যেতে দিন বলে যায়’ গানের ভিডিওটি ভীষণ ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। বিষাদ এর গান অরিজিতের গলার বেশি ফুটে ওঠে এটা তারই প্রমাণ। এর আগে ন্যাশনাল টেলিভিশনে বসে বাংলা গানকে এভাবে কেউ উপস্থাপিত করেনি। এভাবে তিনি আপামর দেশবাসীর মনে বাংলা গানের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। তার জন্য প্রতিটি বাঙালি অরিজিৎকে ধন্যবাদ জানিয়েছেন। সকলের মতে লতা মঙ্গেশকরের গানকে তিনি যে ভাবে গেয়েছেন তার জন্য অরিজিৎ সত্যিই প্রশংসার দাবি রাখে।