আসানসোল – মালদা টাউন স্পেশাল ট্রেন; সিউড়ি, সাঁইথিয়া সহ একাধিক স্টপেজ

নিজস্ব প্রতিবেদন : পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে একটি দ্বিসাপ্তাহিক স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। যে ট্রেনটি আসানসোল থেকে মালদা টাউন এবং মালদা টাউন থেকে আসানসোল সপ্তাহে দুদিন যাতায়াত করবে আগামী একমাস। ট্রেনটির এই যাত্রাপথে বীরভূমের বিভিন্ন স্টেশনে স্টপেজও দেবে। এই মর্মে সর্বভারতীয় একটি সংবাদপত্রে পূর্ব রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল অর্থাৎ ২৮ শে নভেম্বর থেকে এই ট্রেন যাতায়াত করবে আগামী বছরের ২রা জানুয়ারি পর্যন্ত। প্রতি বৃহস্পতিবার ও সোমবার এই ট্রেন আসানসোল থেকে মালদা টাউন এবং মালদা টাউন থেকে আসানসোল যাতায়াত করবে। নতুন ট্রেনটি হলো ০৩৫১৮ ও ০৩৫১৭, যেটি আনন্দ বিহার থেকে আসানসোল যাতায়াত করে তাকেই বাড়ানো হয়েছে। ট্রেনটি আসানসোল, রানীগঞ্জ, অন্ডাল, উখরা, পাণ্ডবেশ্বর, দুবরাজপুর, চিনপাই, সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, নলহাটি, মুরারই রাজগ্রাম, পাঁকুর, নিউ ফারাক্কা, মালদা স্টেশনে থামবে।

আসানসোল থেকে ট্রেন ছাড়বে সকাল ৭ টা ৫০ মিনিটে। অন্ডাল স্টেশনে পৌঁছাবে সকাল ৮:২০ মিনিটে, ছাড়বে ৮:৪৫ মিনিটে। মালদা টাউন পৌঁছাবে দুপুর ২ টার সময়। মালদা টাউন থেকে ট্রেন ছাড়বে রাত্রি ৯:২৫ মিনিটে।

স্থানীয়দের বক্তব্য

এই স্পেশাল ট্রেনের ট্রিপ ১১ টি ট্রিপ রয়েছে। যেগুলি হলো ২৮/১১, ০২/১২, ০৫/১২, ০৯/১২, ১২/১২, ১৬/১২, ১৯/১২, ২৩/১২, ২৬/১২, ৩০.১২.২০১৯ ও ০২.০১.২০২০ (সোমবার ও বৃহস্পতিবার)।