“জয় শ্রী রাম” বিতর্ক উস্কে আশা ভোঁসলের প্রশ্ন ‘হরে কৃষ্ণ হরে রাম’ কি গাওয়া যাবে!

নিজস্ব প্রতিবেদন : ৪৯ জন বিশিষ্ট ব্যক্তিদের চিঠি ঘিরে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে অসহিষ্ণুতার প্রশ্ন। এ সপ্তাহের মাঝামাঝি সময়ে চিঠি নিয়ে তুলকালাম ভারতের রাজনীতি। আর সেই চিঠি কাকে দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে সব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। অবশ্য চিঠি পাওয়ার পর কড়া জবাব স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। ‘জয় শ্রীরাম’ ধ্বনির অপব্যবহার নিয়ে দেশজুড়ে চলছে তর্ক-বিতর্ক।

Source

আর এমনই পরিস্থিতিতে এই বিতর্ক নিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে মুখ খুললেন ভারতের প্রখ্যাত সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে। খ্যাতনামা এই শিল্পীর ট্যুইট, ‘এভার গ্রিন’ গান ‘দম মারো দম.. বলো সুবহা শাম .. হরে কৃষ্ণ হরে রাম..’ গানটি কি এমন এক পরিস্থিতিতে গাওয়া যাবে? অবশ্য অনেকেই দাবি করেছেন, মজার ছলেই খ্যাতনামা এই শিল্পী এমন টুইট করেছেন।

আর এই ট্যুইট নিয়ে পরবর্তীকালে সর্বভারতীয় একটি টিভি চ্যানেলে আশা ভোঁসলের একটি সাক্ষাৎকারও হয়। সেই সাক্ষাতকারে আশা ভোঁসলে, “তিনি একজন শিল্পী তাই কাউকে ভয় পান না। আর কেনই বা ভয় পাব এই গান গাইতে?” তিনি এও জানান, “কোন কারন ছাড়াই তিনি এই পোস্ট করেছেন।” তবে বর্তমানে যা অবস্থা তাতে কিছুটা উদ্বিগ্ন এই খ্যাতনামা শিল্পী।

তবে অনেক বিদ্বজনদেরই দাবি, প্রধানমন্ত্রীকে দেওয়া অপর্ণা সেনের মতো ৪৯ জন বিদ্বজনের চিঠিকে ঠুকেই আশা ভোঁসলের এই প্রতিবাদ। আর আশা ভোঁসলের এই ট্যুইটের পর আশার পাশে দাঁড়িয়ে নেটিজেনদের কটাক্ষ, হরে আল্লাহ, হরে রাম গান।