রাতের শহরে যুবকের গিটারে কেসারিয়া, মুগ্ধ পুলিশ কর্মীরাও

মুম্বাইয়ের মেরিন ড্রাইভে তোলা হয়েছে এই ভিডিওটি। এতে দেখা যাচ্ছে, এক যুবক রাতের বেলা গিটার বাজিয়ে কেসারিয়া গানটি গাইছিলেন আপন মনে। তার সাথে ছিল তারই দুই বন্ধু। আর তার গান শোনার জন্য তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন দুই পুলিশ কর্মীও।

বর্তমানে ইন্টারনেটে এমন অনেক ভিডিও পাবেন যেগুলি সরাসরি আমাদের হৃদয় ছুঁয়ে যেতে পারে। কারো কোনো মহত্ত্বের কাজ হোক, বা কোনো দয়ালু ব্যক্তির করা কাজ, অথবা কোনো পুরোনো দিনের মন কেমন করা স্মৃতি। প্রায় প্রতিদিনই এই ধরনের পোস্ট হতে থাকে সোশ্যাল মাধ্যমে। সেরকমই এই মর্মস্পর্শী ভিডিওটি হাজার হাজার ভিডিওর মধ্যে মনে কেড়েছে সাধারণ মানুষের। আর রাতারাতি হয়ে উঠেছে ভাইরাল। মুম্বইয়ের একটি জনপ্রিয় জায়গা মেরিন ড্রাইভ। সেখানে বসে রাতের অন্ধকারে হৃদয় নিংড়ে গান গাইছেন যুবক। আর তা শুনে নিজেদের আটকে রাখতে পারলেন না কর্তব্যরত পুলিশকর্মীরা।

এসব দেখে অবশ্য সোশ্যাল মিডিয়া বাসীদের মনে হয়েছে, একজন পুলিশ কর্মীর জীবন অনেক কঠিন। যে কোনও আবহাওয়া বা পরিস্থিতিতে তাদের কাজে যেতেই হয়। দিন হোক বা রাত, তাঁরা সাধারণ মানুষের সুরক্ষার জন্য তারা হাসি মুখে কর্তব্যে বহাল থাকেন। তবে দিনের শেষে তারাও আমাদের মতনই সাধারণ মানুষ। তাঁদের জীবনেও সুখ দুঃখ আছে। তাই তাদেরও মাঝে মাঝে একটু অবসর, একটু বিনোদন প্রয়োজন।

সম্ভবত গত ১৯ ডিসেম্বর রাতের ভিডিও এটি। কারণ ওই রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়ে ভিডিওটি। তারপর জলস্রোতের মত শেয়ার হয় ভিডিওটি। আর সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে ওঠে এটি। আর তারপর খুবই অল্প সময়ের মধ্যে এই ভিডিয়োতে ১ লক্ষেরও বেশি লাইক পরে যায়। অনেকেই এই ভিডিওটি পছন্দের পাশাপাশি এই নাম না জানা গায়কের গান ভীষণ পছন্দ করেছেন।

ইনস্টাগ্রামে এই পোস্টের কমেন্ট বক্স ভরে উঠেছে সুন্দর সুন্দর কমেন্টে। এখানে এক ব্যক্তি লিখেছেন, ‘সুন্দর, শান্ত, নির্মল গান ‘। আর একজন বলেছেন, ‘এই গান চাইলে সারা দিন ধরে শোনা যায়।’ আর এক ব্যক্তি লিখেছেন, ‘এটা বেশ ভাল হয়েছে, এটা আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে।’ ওপর একজনের মতে, ‘সবাইকে মোহিত করে দিয়েছে এই গান’। আরেক জন নেটিজেন লিখেছেন, ‘এমন সুন্দর গলায় গাওয়া গান সত্যিই সুন্দর।’ অনেক জন আবার বলেছেন, ‘সর্বদা কর্তব্যে রত পুলিশ কর্মীদেরও মাঝে মাঝে বিনোদন দরকার, নাহলে তারা মন দিয়ে কাজ করবেন কি ভাবে?’