বিশাল উঁচু সেতু, পড়লেই শেষ, থমকে ট্রেন, জীবনের ঝুঁকি নিয়ে চালু করলেন চালক

নিজস্ব প্রতিবেদন : পেশা হোক অথবা পরিষেবা, এই দুয়ের তাগিদে বহু মানুষকে বিভিন্ন সময় জীবনের ঝুঁকি নিতে লক্ষ্য করা যায়। ঠিক সেই রকমই জীবনের ঝুঁকি নিয়ে থমকে যাওয়া একটি ট্রেনকে চালু করে মানুষকে পরিষেবা দিলেন একটি ট্রেনের সহকারী চালক। ওই চালকের এমন জীবনের ঝুঁকি নিয়ে ট্রেন চালু করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়ে যায়।

এমনকি ওই ট্রেন চালকের এই কাজের জন্য তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তার প্রশংসায় পঞ্চমুখ হওয়ার পাশাপাশি সেই মুহূর্তের ভিডিও তিনি তার নিজের সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন এবং কুর্নিশ জানিয়েছেন। ঠিক কি হয়েছিল যে কারণে ওই বিশাল উঁচু সেতুর মধ্যে থমকে গিয়েছিল ট্রেনটি।

বিশাল উঁচু সেতুর মধ্যে এইভাবে থমকে গিয়েছিলো মুম্বই থেকে বিহার যাওয়ার গোদান এক্সপ্রেস। গত ৬ তারিখ অর্থাৎ শুক্রবার মহারাষ্ট্রের তিতওয়ালা থেকে খাড়াবলি স্টেশন যাওয়ার পথে আচমকা নদীর উপর সেতুতে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। জানা যায় ওই ট্রেনের এক যাত্রী হঠাৎ ওই সেতুর মাঝে চেন টেনে ট্রেনটিকে থামান।

ট্রেন থামার পরিপ্রেক্ষিতে ওই ট্রেনের সহকারি চালক ওই কামরায় আসেন এবং কোন যাত্রীর কোন অসুবিধা রয়েছে কিনা তা খোঁজ শুরু করেন। তবে কোথাও তেমন কোনো অসুবিধা দেখতে না পেয়ে পুনরায় ট্রেন চালু করার সিদ্ধান্ত নেন তারা। এরপর ট্রেন চালু করার জন্য ওই বিশাল উঁচু সেতুর মধ্যেই নামতে হয় সহকারি চালক সতীশ কুমারকে। খুব সন্তর্পনে নেমে জীবনের ঝুঁকি নিয়ে তিনি ট্রেন চালু করেন।

এই ঘটনার ভিডিও রেলমন্ত্রী টুইট করে ওই সহকারি চালক সতীশ কুমারের প্রশংসা করার পাশাপাশি যাত্রীদের কাছে অনুরোধ করেছেন অযথা যেন চেন ট্রেনে ট্রেন না থামান। এতে চালকদের অসুবিধা হওয়ার পাশাপাশি অন্যান্য যাত্রীদেরও সমস্যায় পড়তে হয়। অগত্যা কোন উপায় না থাকলে তখন চেন টেনে ট্রেন থামানোর যেতে পারে।