ATM থেকে রেল, রইলো ফেব্রুয়ারির ৫ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদন : পুরাতন ধ্যান-ধারনা এবং নিয়ম কানুনকে প্রতিনিয়ত সরিয়ে নতুন নতুন নিয়ম জারি করা হচ্ছে দেশে। বর্তমানে প্রায় প্রতি মাসেই এই সকল নিয়মের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ঠিক একইভাবে ফেব্রুয়ারি মাসে ৫ পরিবর্তন লক্ষ্য করা গেল। যে ৫ পরিবর্তনের মধ্যে রয়েছে ATM থেকে লেনদেন, রেল সম্পর্কিত পরিবর্তন সহ একাধিক পরিবর্তন।

রান্নার গ্যাস সিলিন্ডারের দাম : প্রতি মাসের শুরুতেই গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির তরফ থেকে রান্নার গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়ে থাকে। তবে ফেব্রুয়ারি মাসের শুরুতে ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারে দাম কোন পরিবর্তন করা হয়নি। গৃহস্থালীতে জানুয়ারি মাসে যা খরচ করতে হয়েছিল তাই খরচ করতে হবে ফেব্রুয়ারি মাসে। তবে ফেব্রুয়ারির মাঝে কোন দিন এই দাম পরিবর্তন করা হয় কিনা তাই দেখার।

ATM থেকে টাকা তোলার নিয়ম : ১লা ফেব্রুয়ারি থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) তাদের গ্রাহকদের ATM থেকে টাকা তোলার নিয়মে পরিবর্তন আনলো। এখন থেকেই তাদের গ্রাহকরা ইএমভি (EMV) এটিএম মেশিন ছাড়া টাকা তুলতে পারবেন না।

ই-কেটারিং পরিষেবা : ফেব্রুয়ারি মাসের শুরুতেই আইআরসিটিসি (IRCTC) দেশের মোট ৬২ টি রেলস্টেশনে পুনরায় ই-কেটারিং পরিষেবা চালু করতে চলেছে। এই মর্মে তারা তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করেছে। পাশাপাশি এই মাসে পুনরায় চালু হচ্ছে হুল এক্সপ্রেস সহ একাধিক নন-সাবার্বান ট্রেন।

নতুন করোনা বিধি : ১লা ফেব্রুয়ারি থেকে দেশে জারি হচ্ছে নতুন করোনা বিধি। এই পর্যায়ে কেন্দ্র সরকারের তরফ থেকে সিনেমা হল, খেলার স্টেডিয়াম সহ একাধিক জায়গায় ১০০% দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে। পাশাপাশি সুইমিংপুল খোলার অনুমতি দেওয়া হয়েছে। একইভাবে রাজনৈতিক ধার্মিক এবং সাংস্কৃতিক জামায়াতের ক্ষেত্রেও আর কোনো বাধা-নিষেধ থাকছে না। তবে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক ব্যবহার করার ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে এই করোনা বিধিতেও।

বাজেট : ১লা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২১-২২ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট। অতিমারী পরিস্থিতিতে এবারের বাজেট একাধিক সংস্কারের পথে হাঁটতে পারে বলে মনে করা হচ্ছে। এমনকি সেই ইঙ্গিত পাওয়া গেছে প্রধানমন্ত্রীর থেকেও। বাজেটে দাম কমার সম্ভাবনা রয়েছে আসবাবপত্র, কাঁচামাল, রাসায়নিক ও রাবার জাত পণ্যের উপর ধার্য শুল্ক।