5G স্পেকট্রাম নিলামে সবাইকে কুপোকাত, খেল দেখাবে Jio

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে বৈপ্লবিক পরিবর্তন এনে দেওয়া টেলিকম সংস্থার নাম হলো Jio। তারাই প্রথম এনেছিল 4G। এই 4G পরিষেবা আনার পাশাপাশি সস্তায় কিভাবে গ্রাহকদের পরিষেবা দিতে হয় তাও দেখিয়েছিল তারা। জিও আসার আগে পর্যন্ত মাসে এক জিবি ডেটার জন্য গ্রাহকদের খরচ করতে হতো অন্ততপক্ষে ২৫০ টাকা। সেই একই টাকাতে এখন পাওয়া যায় রোজ ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কল সহ অন্যান্য সুবিধা।

4G পরিষেবার ক্ষেত্রে বিপ্লব আনার পাশাপাশি এবার 5G পরিষেবাতেও বাজিমাত করলো জিও। দীর্ঘ সাত দিন ধরে চলা এই নিলামে দেশের অন্যান্য টেলিকম সংস্থাগুলি অংশগ্রহণ করলেও খেল দেখালো জিও। সবচেয়ে বেশি টাকা ঢেলে এখন তারাই এই স্পেক্ট্রামের সবচেয়ে বড় মালিক। এই পরিষেবার ক্ষেত্রে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে স্পেকট্রাম ক্রয় করার কারণে জিও যে আগামী দিনে খেলা দেখাবে তা নিয়ে কোন সংশয় নেই।

সাত দিনের নিলামে ১,৫০,১৭৩ কোটি টাকার স্পেকট্রাম বিক্রি হয়েছে। এ থেকে সরকারের আয় হয়েছে প্রায় দেড় লক্ষ কোটি টাকা। সর্বভারতীয় এক সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, ৪০ রাউন্ড পর দেখা যাচ্ছে জিওর হাত ধরেই দেশে প্রথম আসতে চলেছে 5G পরিষেবা। নিলাম শেষে সর্বমোট ৮৮ হাজার ০৭৮ কোটি টাকা হেঁকে বাজিমাত করেছে তারাই।

5G স্পেকট্রাম নিলামে জিও ছাড়াও অংশগ্রহণ করেছিল এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং আদানি সংস্থা। এই নিলামে জিওর পরে যারা রয়েছে তারা হলো এয়ারটেল এবং ভোডাফোন। অন্যদিকে আদানীর সংস্থার টাওয়ার ২৬ মেগাহার্ৎজ স্পেকট্রাম কিনেছে টেলিকম নেটওয়ার্ক তৈরি করার জন্য।

5G পরিষেবার স্পিড 4G পরিষেবার তুলনায় ১০ গুণ বেশি হবে বলে জানা যাচ্ছে। এই পরিষেবা চালু হলে যেমন ইন্টারনেট ব্যবহারকীর কয়েক সেকেন্ডের মধ্যে বড় বড় ভিডিও বা সিনেমা ডাউনলোড করতে পারবেন তেমনই আবার ই-স্বাস্থ্য, সংযুক্ত যানবাহন, উন্নত মোবাইল ক্লাউড গেমিং সহ একাধিক ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আসবে।