বিশ্বভারতীতে এবিভিপির পোস্টারের উপর লেখা হলো ‘রিজেক্ট এবিভিপি’

অমরনাথ দত্ত : বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ফের পোস্টার বিতর্ক। বিশ্বভারতী চত্বরে এবিভিপির দেওয়াল পত্রিকা ‘ছাত্র জাগরণ’ পেন দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠলো, পাশাপাশি পত্রিকার উপর ‘রিজেক্ট এবিভিপি’ কথা লিখে দেওয়ার অভিযোগও তুলেছে এবিভিপি।

বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির তরফ থেকে জানা গিয়েছে, ‘ছাত্র জাগরণ’ রিলিজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বিশ্বভারতী চত্বরে লাগানো এবিভিপির পোস্টারে নতুন করে পেনের কালি ব্যবহার করে কেটে দেওয়া হয়েছে। পাশাপাশি পোস্টার এর উপর লেখা হয়েছে ‘রিজেক্ট এবিভিপি’।

বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির এক কার্যকর্তা জানান, “এবিভিপি ‘ছাত্র জাগরণ’ নামে একটি ওয়াল পোস্টার রিলিজ করা করেছে গত তিন তারিখ। এর উদ্দেশ্য হলো রাষ্ট্রবাদী মানসিকতাকে সমর্থন করা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন, কলাভবন এবং অন্যান্য যে সকল জায়গায় এই পোস্টার দেওয়া হয়েছিল সেই সমস্ত পোস্টার গুলিকে পেনের কালি দিয়ে কেটে দেওয়া হয়েছে। পাশাপাশি পোস্টার গুলিতে লেখা হয়েছে ‘রিজেক্ট এবিভিপি’।”

তিনি আরো জানান, “এই কাজ যারা করেছে তারা রাষ্ট্রবাদী বিচারধারার বিরুদ্ধে করেছে। তারা এটি করে ভালো কাজ করেনি, অন্যায় করেছে। তবে আমরা আগামী দিনে আমাদের কাজ চালিয়ে যাবো।”