একঝলকে অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর সূচি

নিজস্ব প্রতিবেদন : অযোধ্যায় রাম মন্দির নিয়ে দীর্ঘ কয়েক দশকের বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের পক্ষে গত বছর নভেম্বর মাসে রায় দেয় দেশের সর্বোচ্চ আদালত। পাশাপাশি সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দেয় অযোধ্যায় ২.৭৭ একর জমিতে রাম মন্দির এবং অযোধ্যাতেই বিকল্প একটি জায়গাতে মসজিদ তৈরির জন্য ট্রাস্ট গঠন করতে। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-র নেতৃত্বে পাঁচ সদস্যের একটি সাংবিধানিক বেঞ্চের এই রায়ের পর অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য একটি ট্রাস্ট গঠন করা হয় এবং দীর্ঘ অপেক্ষার পর আগামীকাল অর্থাৎ বুধবার সেই রাম মন্দির নির্মাণের ভূমি পুজো অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। আগামীকাল রাম মন্দিরের ভূমি পুজো অর্থাৎ মন্দিরের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই অনুষ্ঠানকে ঘিরে আগাম তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রীর সফরসূচি এবং ভূমি পুজোর সূচি।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর সূচি এবং প্রধানমন্ত্রীর সফরসূচি সম্পর্কে বিস্তারিত জানা গিয়েছে। সেই বিস্তারিত তথ্য অনুযায়ী একনজরে দেখে নেওয়া যাক প্রধানমন্ত্রীর সফরসূচি এবং রাম মন্দিরের ভূমি পুজোর সূচি।

আগামীকাল সকাল ৯ টা ৩৫ মিনিটে দিল্লি থেকে রওনা দেবেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। সকাল ১০ টা ৩৫ মিনিটে লখনৌ বিমানবন্দরে নামবে প্রধানমন্ত্রীর বিমান। এরপর সকাল ১০ টা ৪০ মিনিটে লখনৌ থেকে কপ্টারে করে অযোধ্যা যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল ১১:৪০ থেকে হনুমানগড়িতে ১০ মিনিট থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেলা ১২ টায় অযোধ্যার রাম মন্দির অনুষ্ঠান মঞ্চে পৌঁছাবেন তিনি। এরপর তিনি ১০ মিনিট ধরে রামলালার দর্শন এবং পুজো করবেন। বেলা সাড়ে ১২ টায় অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো অনুষ্ঠান শুরু হবে। এরপর ১২:৪০ মিনিটে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। সমস্ত অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর দুপুর দুটো নাগাদ লখনৌ থেকে দিল্লি ফিরবেন প্রধানমন্ত্রী।

এদিকে অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর আগেই করোনায় জর্জরিত বিজেপি শিবির। রবিবার করোনা আক্রান্ত হন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যে কারণে ভূমি পুজোর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না অমিত শাহ। অন্যদিকে রবিবারই উত্তরপ্রদেশের কারিগরি শিক্ষা মন্ত্রী কমলারানি বরুন করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারান। তবে আগামী কালকের ভূমি পুজো অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত থাকবেন আরএসএস প্রধান মোহন ভাগবত, উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দী বেন পটেল ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এছাড়াও থাকবেন রাম মন্দির ট্রাস্টের প্রধান মোহন্ত নৃত্য গোপাল দাস।

রাম মন্দিরের ‘ভূমি পুজো’য় ৪০ কেজি রূপোর ইট বসিয়ে রাম মন্দিরের নির্মাণ শুরু করবেন খোদ প্রধানমন্ত্রী। অযোধ্যায় রাম মন্দির নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে আদালতের রায় পেয়ে সবরকম বিতর্কের ইতি টানতে রাম মন্দিরের নীচে বসানো হচ্ছে টাইম ক্যাপসুল। তবে এই অনুষ্ঠানে স্বশরীরে উপস্থিত থাকছেন না লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর জোশী এবং উমা ভারতী।