শনিবার অযোধ্যা মামলার রায় ঘোষণা, জোরদার নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদন : আগামী ১৭ ই নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ অবসর গ্রহণ করবেন বলে খবর। আর তার আগেই অযোধ্যা মামলার রায় ঘোষণা হয়ে যাবে তা একপ্রকার ঠিকই ছিল। তবে এত তাড়াতাড়ি রায় ঘোষণা হবে তা কেউ ভেবে উঠতে পারিনি।এমনিতেই শনিবার সুপ্রিম কোর্ট বন্ধ থাকায় অনেকেই ভেবেছিলেন আগামী সপ্তাহে হয়তো অযোধ্যা মামলার রায় ঘোষণা হবে। কিন্তু হঠাৎ শুক্রবার সুপ্রিম কোর্টের তরফে জানানো হয় আগামীকাল অর্থাৎ শনিবার সকাল সাড়ে দশটায় অযোধ্যা মামলার রায় ঘোষণা হবে।

সাংবিধানিক বেঞ্চে আগামীকাল হবে রায়দান। ৫ জন প্রধান মামলাকারীকে রায় দানের সময় এজলাসে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। তবে রায় দানের পর দেশের সর্বত্র শান্তির বাতাবরণ বজায় রাখতে সচেষ্ট কেন্দ্র, রাজ্য প্রশাসনের সাথে সে কারণে দফায় দফায় আলোচনা হচ্ছে। রায়দান যাই হোক না কেন দেশের সর্বত্র শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গেও শান্তি বজায় রাখার জন্য আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে দেশের সমস্ত রাজ্যকে সজাগ থাকার নির্দেশ পাঠানো হয়েছে। পাশাপাশি নিরাপত্তা জোরদার করতে অযোধ্যায় পাঠানো হয়েছে অতিরিক্ত বাহিনী। ৪০টি গ্রুপের প্রতিটিতে ১০০ জন করে জওয়ান সম্বলিত আধাসামরিক বাহিনী অযোধ্যার উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা হয়ে গিয়েছে। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে একটি সাধারণ নির্দেশিকা পাঠানো হয়েছে। যাতে তারা সমস্ত সংবেদনশীল স্থানে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করতে পারে। দেশের কোনও জায়গায় কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তা নিশ্চিত করতেই এহেন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।