‘পরিশ্রমের টাকা নয়’, অঙ্কিতার ফেরানো টাকা কি করবেন, জানালেন ববিতা

নিজস্ব প্রতিবেদন : এসএসসি দুর্নীতি কাণ্ড নিয়ে সরগরম রাজ্য। এই দুর্নীতি কান্ডের মামলা আদালতে গড়ানো এবং সেই মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর একের পর এক নেতা মন্ত্রীদের নাম জড়িয়েছে। সিবিআই তলব পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী।

শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী কেবলমাত্র সিবিআই তলব পেয়েছেন এমনটা নয়, এর পাশাপাশি এই দুর্নীতি কাণ্ডে বেআইনিভাবে নিয়োগ হওয়ার দৌলতে চাকরি গিয়েছে তার কন্যা অঙ্কিতা অধিকারীর। আদালতের নির্দেশে চাকরি যাওয়ার পাশাপাশি অঙ্কিতা যে ৪৩ মাসের বেতন পেয়েছিলেন তাও ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই এত মাসের বেতন স্বরূপ যে টাকা রয়েছে তা দু’কিস্তিতে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই অঙ্কিতা প্রথম কিস্তির টাকা অনুযায়ী ৭ লক্ষ ৯৪ হাজার টাকা ফিরিয়ে দিয়েছেন।

অন্যদিকে শুক্রবার আদালত নির্দেশ দেয়, ববিতা সরকারকে তিন দিনের মধ্যে চাকরিতে নিয়োগ করতে হবে। অঙ্কিতা অধিকারীর ছেড়ে যাওয়া চাকরিতেই নিয়োগ করা হবে ববিতাকে এবং অঙ্কিতার ফেরানো টাকা ববিতাকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। একবারে এত পরিমাণ টাকা পাওয়ার পর কি করবেন ববিতা সরকার, সেটাই তিনি জানিয়েছেন সংবাদমাধ্যমকে।

ববিতা সরকার জানিয়েছেন, শেষমেষ চাকরিটা পেয়েছি। চার পাঁচ বছর আগে পাওয়ার কথা থাকলেও অবশেষে এখন পেলাম। মানুষের কপালে যা থাকে তা দেরী হলেও সে পায়। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, তার এই চাকরি পাওয়া নিয়ে কোথাও যেন অদৃষ্টকে বিশ্বাস হচ্ছে তার। অন্যদিকে চাকরি পাওয়ার পাশাপাশি অঙ্কিতার ফেরানো টাকা নিয়েও ববিতা এদিন কি করবেন তা জানিয়েছেন।

ববিতা সরকারের কথা অনুযায়ী, অঙ্কিতার ফেরানো যে টাকা তিনি পাচ্ছেন তার জন্য তিনি পরিশ্রম করেন নি। যে কারণে ওই টাকা তিনি ব্যক্তিগতভাবে কোন কাজে লাগাবেন না। ওই টাকা দিয়ে ভবিষ্যতে কোনো কল্যাণমূলক কাজ তিনি করবেন বলে জানিয়েছেন।