নিজস্ব প্রতিবেদন : অবলা জীবদের কথা বলার ক্ষমতা নেই। তবে তাদের ভালোবাসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন মানুষকেও হার মানাবে। সম্প্রতি এমনই একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনাটি তামিলনাড়ুর।
জানা গিয়েছে, এক হস্তিশাবক তার দল ছেড়ে কোনভাবে বিপদে পড়ে। এরপর বনদপ্তরের কর্মীরা ওই হস্তিশাবকের বিপদের কথা জানতে পেরে তাকে উদ্ধার করতে উদ্যত হন। উদ্ধার করার পর ওই হস্তিশাবককে পুনরায় তার দলে ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা চালান তারা। বিপদের সময় উদ্ধার করার জন্য ওই হস্তিশাবক কৃতজ্ঞতা স্বরূপ উদ্ধারকারী বনকর্মীকে জড়িয়ে ধরে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তে মানুষের মন জয় করে।
আইএফএস অফিসার পারভিন কাসওয়ান বল কর্মীকে জড়িয়ে ধরে হস্তিশাবকের সেই আদর করার মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পাশাপাশি লিখেছেন, “ভালোবাসার কোনও ভাষা নেই। এক বনকর্মীকে আলিঙ্গন হাতির শাবকের। শাবকটি উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।”
জানা গিয়েছে, বিপদে পড়া ওই হস্তিশাবককে উদ্ধারের পর তার প্রাথমিক চিকিৎসা করা হয়। এরপর যখন ওই হস্তিশাবক একটু চাঙ্গা হয়ে ওঠে সেই সময় তাকে তার দলে ফিরিয়ে দেওয়ার জন্য বনদপ্তরের কর্মীরা তাকে জঙ্গলে নিয়ে যান। তখনই ওই হস্তিশাবক উদ্ধারকারী বনকর্মীকে জড়িয়ে ধরে।
যদিও ওই বনকর্মী সঙ্গে সঙ্গে ওই হস্তিশাবকের থেকে দূরে সরে যান। কারণ হাতিরা অত্যন্ত সন্দেহপ্রবণ। দলছুট কোন হাতির গায়ে অন্য কোনো প্রাণী অথবা মানুষের গন্ধ বেশি থাকলে সেই হাতিকে তারা আর দলে ফিরিয়ে নেয় না। যে কারণে সাধারণত বন্য হাতিদের গায়ে হাত দেওয়া থেকে বিরত থাকেন বনকর্মীরা।
Love has no language. A baby elephant hugging a forest officer. The team rescued this calf & reunited with mother. pic.twitter.com/BM66tGrhFA
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) October 14, 2021
This little calf happily walks to get reunited with its mother guarded with Z+ security of the Tamilnadu Foresters team.
Earlier the calf was found alone & injured. TN forest team rescued, treated and escorts the little one to join with the mother. #Hope #Happiness pic.twitter.com/7vFxRr03IP
— Sudha Ramen ?? (@SudhaRamenIFS) October 6, 2021
গত সপ্তাহেও তামিলনাড়ুর বনকর্মীরা এমন আরও একটি হস্তিশাবকের খোঁজ পেয়েছিলেন। যেটিকেও তারা উদ্ধার করে তার মায়ের কাছে পৌঁছে দেন। সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। যেখানে দেখা যায় ওই হস্তিশাবককে বনকর্মীরা পাহারা দিয়ে নিয়ে যাচ্ছেন এবং হস্তিশাবকটি খোশ মেজাজেই হেঁটে চলেছে।