PNB, BoB গ্রাহকদের জন্য খারাপ খবর, এবার গুণতে হবে বেশি টাকা

নতুন বছরের শুরুতেই বড় ধাক্কা PNB, BOB ব্যাঙ্কের গ্রাহকদের। সম্প্রতি রেপোরেট বৃদ্ধি করেছে RBI। সেই সূত্রেই ঋণের ওপর সুদের হার বৃদ্ধি করল PNB, BOB। ফলে পিএনবি, বিওবি গ্রাহকদের মাথায় পড়েছে হাত। কত পয়েন্ট করে বাড়ালো সুদের হার? চলুন জেনে নেওয়া যাক।

সম্প্রতি গত বুধবারে আরবিআই তরফে রেপোরেট বৃদ্ধি করা হয়েছে। মূলত, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্যই রেপোরেট বৃদ্ধি করেছে আরবিআই (RBI)। আরবিআই-এর রেপোরেট বৃদ্ধির পরেই সুদের হার বৃদ্ধি করেছে HDFC ব্যাঙ্ক।

তবে এবার লোনের ওপর সুদের হার বৃদ্ধি করল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদা। জানা গিয়েছে, ২৫ বেসিস পয়েন্টে ০.২৫ শতাংশ রেপোরেট বৃদ্ধি করেছে RBI। সেই হিসেবে সাম্প্রতিক সময়ে মোট রেপোরেট বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে ৬.৫০ শতাংশে।

PNB-এর দেওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে, আরবিআই (RBI)-এর রেপোরেট বৃদ্ধির পর পিএনবি তাদের ঋণের ওপর ০.২৫ শতাংশ সুদের হার বৃদ্ধি করেছে। যার ফলে সাম্প্রতিক সময়ে ঋণের ওপর সুদের হার দাঁড়িয়েছে ৮%। যা ৯ ই ফেব্রুয়ারি থেকে কার্যকরী হয়েছে। অন্যদিকে, ব্যাঙ্ক অফ বরোদা ঋণের ওপর সুদের হার বৃদ্ধি করায় সুদের হার দাঁড়িয়েছে ৭.৯০ শতাংশে। যা ১২ ফেব্রুয়ারি থেকে কার্যকরী হবে।

তবে অন্যদিকে, FD-তে সুদ বৃদ্ধি করেছে বেশকিছু ব্যাঙ্ক। যা গ্রাহকদের জন্য দুর্দান্ত খবর। FD-তে সুদ বৃদ্ধির দিক থেকে এগিয়ে রয়েছে বন্ধন ব্যাঙ্ক। ৬০০ দিনের মেয়াদে সুদ বৃদ্ধি করে FD-তে সাধারণ নাগরিকদের বন্ধন ব্যাঙ্ক সুদ প্রদান করছে ৮% হারে। যা প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদ প্রদান করছে ৮.৫% হারে।