পুষ্পার লাল চন্দনে কত আর লাভ! এই গাছ একবার লাগালে ৪০ বছর দেখতে হবে না

বর্তমানে মূল্যবৃদ্ধির যুগে প্রতিটি ব্যক্তিই চাইছেন তার আয় বৃদ্ধি করতে। তাই আয় বৃদ্ধি করতে করে দেখতে পারেন এই ব্যবসাটি। আর এই ব্যবসায় একবার গাছ লাগিয়েই আগামী কয়েক বছর আয় করতে পারবেন বাড়ি বসে।

বর্তমান ব্যবসায়িক বাজারে বাঁশ গাছের চাহিদা ব্যাপক। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্ব আসবাবের বাজারের বিচারে ২০২৫ সালের মধ্যে এই ব্যবসা ১ লাখ কোটি টাকায় পৌঁছে যেতে পারে। বিশ্ব বাজারের নিরিখে এই ব্যবসায় বর্তমানে ভারতের শেয়ার প্রায় ৪.৫ শতাংশ।

তাই কেন্দ্রীয় সরকার, এই চাষ করার জন্য সাধারণ মানুষকে আরো উৎসাহিত করছে। কারণ আগামী সময়ে বিশ্ব বাজারে ভারতের শেয়ার আরও বাড়বে বলে নিশ্চিত কেন্দ্র। একটি রিপোর্ট অনুযায়ী জানা গেছে, একটি গাছ থেকে কাঠ তৈরি হতে প্রায় ৩০ থেকে ৪০ বছরেরও বেশি সময় লাগে। উলটো দিকে, বাঁশ গাছ ৩-৪ বছরে কাঠের জন্য প্রস্তুত হয়ে ওঠে। আর প্রায় ৪০ বছর ধরে বাঁশ কাটা যেতে পারে। তাই একবার এই ব্যবসায় বিনিয়োগ করলে এই ব্যবসায় টানা ৪০ বছর পর্যন্ত লাভ দিতে পারে। একইসঙ্গে এই চাষে সরকার প্রতিটি গাছ কিনতে ৫০ শতাংশ সাহায্যও করে থাকে।

এই বাঁশ চাষ অত্যন্ত সুবিধা জনক। কারণ এর রক্ষণাবেক্ষণও তেমন ভাবে করার প্রয়োজন হয় না। গোটা বিশ্বে প্রায় ১৪০০ প্রজাতির বাঁশ পাওয়া যায়। আর বিশ্ব বাজারে বর্তমানে বাঁশের চাহিদাও দিন দিন বেড়েই চলেছে। তাই পর্যাপ্ত জায়গা থাকলে এই ব্যবসা একবার করাই যেতে পারে।

বাঁশ চাষ করলে এক হেক্টরে ১৫০০ গাছ লাগানো যাবে। আর এক একটি গাছের দাম বর্তমানে প্রায় ২৪০ টাকা। এরই সাথে সরকারের কাছ থেকে ভর্তুকিও পাওয়া যাবে। ফলে একটি গাছ কিনতে খরচ হবে মাত্র ১২০ টাকা। এতে প্রতি হেক্টরে ১.৮০ লাখ টাকা খরচ হবে। আর বাঁশ গাছ গুলি যদি বড় হয় তাহলে প্রতি হেক্টর থেকে লাভ করা যাবে প্রায় ৭-৮ লক্ষ টাকা।