তাক লাগানো প্রযুক্তি আসছে ব্যান্ডেল স্টেশনে, চমকে যাবে বিশ্ব

নিজস্ব প্রতিবেদন : ইন্টারলকিং কাজ শুরু হওয়ার কারণে ব্যান্ডেল শাখায় শুরু হয়েছে কাজ। ১৩ মে থেকে শুরু হওয়া এই কাজের জন্য নির্দিষ্ট সময়ে বিপুল সংখ্যক ট্রেন বাতিল করা হয়েছে। এই সকল ট্রেন বাতিল হওয়ার কারণে সাময়িকভাবে যাত্রীদের ভোগান্তি হচ্ছে। তবে এর পরে যে সিস্টেম আসতে চলেছে তা তাক লাগানো।

বর্তমানে দেশের প্রায় ১০০ স্টেশনে চালু হয়েছে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম। আগামী দিনে এই সিস্টেম দেশের সর্বত্র ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে রেলের। আর এই সিস্টেমের ক্ষেত্রে দেশের তো বটেই, বিশ্বের সবচেয়ে বড় রুট হচ্ছে ব্যান্ডেল। সেই রকমই ব্যবস্থা রাখা হচ্ছে এবার ব্যান্ডেল স্টেশনে।

এযাবত খড়গপুর রেল স্টেশনে ছিল ৮০০ রুট। সেই জায়গায় ব্যান্ডেল রেল স্টেশনে নতুন রুট যুক্ত করে করা হচ্ছে ১০০২টি। রেল সূত্রে জানা যাচ্ছে এই নতুন ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম চালু হবে আগামী ৩০ মে। রেল সূত্রে জানা গিয়েছে, ব্রিটিশ আমলের রুট রিলে ইন্টারলকিং সিস্টেম বাতিল করে এবার চালু করা হচ্ছে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম।

আগে রুট রিলে ইন্টারলকিং সিস্টেম থাকার কারণে তা ম্যানুয়ালি করা হতো। এবার সেই স্থান দখল করছে ইলেকট্রনিক ব্যবস্থা। এর সুফলতা হিসাবে বাড়বে ট্রেনের গতি এবং অনেক বেশি ট্রেন চালানো যাবে এই রুটে। পাশাপাশি ইনডোর মেনটেনেন্সের কোন লোকের প্রয়োজন হবে না। এর ফলে ট্রেন দুর্ঘটনা যেমন কমবে ঠিক তেমনই আবার কুয়াশার সময় সিগনালিংয়ের ক্ষেত্রে কোন সমস্যা হবে না।

ব্যান্ডেল থেকে হাওড়া, বর্ধমান, নৈহাটি রুট রয়েছে। এই সকল রুটে অনেক বেশি যাত্রী যাতায়াত করেন এবং ট্রেন সংখ্যাও অনেক। এরই পরিপ্রেক্ষিতে এই রুটে পুরাতন সিস্টেমও বদলে নতুন সিস্টেম আনার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়। এই নতুন সিস্টেম চালু করার ক্ষেত্রে ২৭-২৯ মে তিনদিন ব্যান্ডেল স্টেশনের সমস্ত ট্রেন বন্ধ থাকবে বলেও জানা যাচ্ছে সূত্র মারফত।