ঐতিহাসিক ‘গোলাপি’ বলে উইকেটের ফুলঝুড়ি, ৬ ঘণ্টায় এক ডজন

নিজস্ব প্রতিবেদন : ঐতিহাসিক গোলাপি বলে টেস্টের শুরুতেই উইকেটের ফুলঝুড়ি ইডেনে। প্রথম ৬ ঘন্টাতেই পতন ১২ টি উইকেটের। খেলা শুরুর প্রথম দিনেই ধরাশায়ী বাংলাদেশ, প্রথম উইকেটের শীঘ্রপতন ভারতেরও। বাংলাদেশের বিরুদ্ধে ‘গোলাপি’ বলের প্রথম টেস্টে ইশান্ত শর্মার দুর্ধর্ষ বোলিংয়ে তাঁর ঝুলিতে যায় পাঁচটি উইকেট।

ভারতে প্রথম ‘গোলাপি’ বলে দিনরাতের টেস্টে বাংলাদেশ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। কিন্তু প্রথমে ব্যাট করতে নেমে ল্যাজেগোবরে অবস্থা হয়ে যায় তাদের। খেলা শুরু হওয়ার প্রথম ঘণ্টাতেই বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ফেলে। ইশান্ত শর্মা আর উমেশ যাদবের দুর্ধর্ষ বোলিংয়ে তছনছ হয়ে যায় বাংলাদেশের ব্যাটিং অর্ডার। প্রথম ৪ ঘণ্টাতেই তাদের ইনিংস শেষ হয়ে যায় ১০৬ রানে। অন্যদিকে ভারত ব্যাট করতে নেমেও মাত্র ৪.৪ ওভারে ২৬ রানে আগারওয়ালের উইকেট খোয়ায়। এরপর আবার দ্বিতীয় উইকেট পড়ে রোহিত শর্মার মাত্র ভারতের ৪৩ রানে। ক্রিজে খেলছেন পূজারা ও কোহলি।

প্রথম ইনিংসে ইশান্ত শর্মা পাঁচটি উইকেট, উমেশ যাদব পাই তিনটি উইকেট আর মহঃ সামির দখলে যায় দুটি। অন্যদিকে বাংলাদেশের আল-আমিন হোসেন ও ইবাদত হোসেন একটি করে উইকেট নিজেদের ঝুলিতে পুরে। এদিন ইডেন বেল বাজিয়ে খেলার শুভারম্ভ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোনার কয়েনে টস হয় এদিন।