লুকোচুরি খেলায় কাল, ৩৭০০ কিমি দূরে ভিন দেশে পৌঁছে গেল বাঙালি কিশোর

নিজস্ব প্রতিবেদন : লুকোচুরি খেলায় কাল হয়ে দাঁড়ালো এক বাঙালি কিশোরের। তার সঙ্গে যে ঘটনা ঘটলো তার বিশ্বাস না করার মতই। লুকোচুরি খেলতে গিয়ে সে পৌঁছে গেল ৩৭ হাজার কিলোমিটার দূরে ভিনদেশে। তেমনটা শুনে অনেকেই বিষয়টিকে গুজব বলে মনে করলেও এমনটাই ঘটেছে। আর সেই ঘটনা এখন বিশ্বকে নাড়িয়ে দিচ্ছে।

১৫ বছরের এক কিশোর তার বন্ধুদের সঙ্গে লুকোচুরি খেলছিল। তখনই এমন ঘটনা ঘটে। এমন ঘটনাটি ঘটেছে বাংলাদেশে। গত ১১ জানুয়ারি সে এইভাবে লুকোচুরি খেলার সময় বাংলাদেশ থেকে ৩৭ হাজার কিলোমিটার দূরে পৌঁছে যায় মালয়েশিয়ায়। সেখানকারের ক্লাং বন্দরের কর্মীরা ওই কিশোরকে দেখতে পান এবং তাকে উদ্ধার করে বর্তমানে হাসপাতালে রেখেছেন। সুস্থ হলেই তাকে বাংলাদেশ ফিরিয়ে দেওয়া হবে।

তবে প্রশ্ন উঠছে কিভাবে বাংলাদেশ থেকে ৩৭ হাজার কিলোমিটার দূরে মালয়েশিয়া পৌঁছে গেল ওই কিশোর। এর পরিপ্রেক্ষিতে জানা গিয়েছে, ওই কিশোর বন্ধুদের সঙ্গে লুকোচুরি খেলছিল বন্দর এলাকায়। তখন সে একটি কন্টেইনারে লুকোয়। ইতিমধ্যে তার চোখ লেগে এসেছিল এবং ঘুমিয়ে পড়ে।

ওই কন্টেনার পরে জাহাজে চাপানো হয় এবং সেই কন্টেনারে চড়েই ওই কিশোর পৌঁছে যায় মালয়েশিয়ায়। কন্টেইনার থেকে বেরিয়ে সে দেখতে পায় অন্য দেশ। ১১ জানুয়ারি ঘটনার সূত্রপাত হওয়ার পর ৬ দিন ১৫ বছর বয়সি ওই কিশোর ফাহিম ১৭ জানুয়ারি মালয়েশিয়া পৌঁছায়।

কন্টেনার থেকে মাল বের করার সময় বিমানবন্দরের কর্মীরা ওই কিশোরকে দেখতে পেয়ে হতচকিত হয়ে যান। ভাষাগত পার্থক্য থাকার কারণে কথা বলার ক্ষেত্রে অসুবিধা হয় এবং মালয়েশিয়ার ক্লাং বন্দরের কর্মীরা পাচার চক্রের সঙ্গে যুক্ত রয়েছে কিনা সন্দেহ জন্মাতে শুরু করে। পুলিশকে খবর দেওয়া হয়। যদিও পরে পুরো বিষয়টি সামনে এলে ওই কিশোরের চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। ৬ দিন ধরে এইভাবে যাত্রা করার পর অসুস্থ হয়ে পড়েছে ওই কিশোর।