কেন্দ্রের বড় ঘোষণা, ব্যাঙ্ক দেউলিয়া হয়ে গেলেও মিলবে ৫ লক্ষ টাকা

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দেশের অধিকাংশ নাগরিক তাদের কষ্টার্জিত অর্থ ব্যাঙ্কে সঞ্চয় করে রাখেন ভবিষ্যতের জন্য। তবে অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা গিয়েছে আর্থিক সংকটের কারণে বহু ব্যাঙ্ক বন্ধ হওয়ার মুখে অথবা দেউলিয়া ঘোষণা হওয়ার মুখে। পূর্বে এমন অনেক ব্যাঙ্ক দেউলিয়া হওয়ার উদাহরণ রয়েছে। আর এই ক্ষেত্রে নাগরিকদের কষ্টার্জিত অর্থ খোয়াতে হয়। তবে এবার কেন্দ্র সরকারের বড় ঘোষণায় কোন ব্যাঙ্ক দেউলিয়া হয়ে গেলেও মিলবে ৫ লক্ষ টাকা।

কেন্দ্র সরকারের এই বড় পদক্ষেপে আর্থিক সঙ্কটের মুখে যে সকল ব্যাঙ্ক রয়েছে তাদের গ্রাহকরা স্বস্তি পেলেন বলেই মনে করা হচ্ছে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় যদি কোন ব্যাঙ্ক বন্ধ হয়ে যায় অর্থাৎ দেউলিয়া ঘোষিত হয় তাহলে সে ক্ষেত্রে আমানতকারী বিমা বাবদ সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পাবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দাবি করেছেন, এর ফলে দেশের ৯৮.৩ শতাংশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে।

নির্মলা সীতারামন জানিয়েছেন, DICGC Bill 2021 পাস হয়ে গিয়েছে। এই সংশোধনী আইনের আওতায় থাকবে দেশের প্রতিটি ব্যাঙ্ক। এমনকি সমস্ত বাণিজ্যিক ব্যাঙ্ক এবং বিদেশি ব্যাঙ্কের শাখার আমানতকারীরাও এই নিয়মের আওতায় পড়বেন। এর পাশাপাশি আরও বেশ কিছু সুবিধা পাওয়া যাবে নতুন এই সংশোধনী আইনে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

উদাহরণস্বরূপ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, আগে যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী কোন ব্যাঙ্ক দেউলিয়া ঘোষণা হলে সে ক্ষেত্রে বীমার টাকা ছিল মাত্র ১ লক্ষ টাকা এবং তা পেতে অন্ততপক্ষে আট থেকে দশ বছর সময় লেগে যেত। কিন্তু নতুন সংশোধনী আইন অনুযায়ী এখন তা আর হবে না। ব্যাঙ্ক উঠে যাওয়ার ৯০ দিনের মধ্যেই সমস্ত টাকা পাওয়ার প্রক্রিয়া নিষ্পত্তি করতে হবে।