জুলাই মাসে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা

নিজস্ব প্রতিবেদন : ব্যাঙ্কের শাখা বন্ধ থাকা নিয়ে যাতে গ্রাহকদের কোনরকম অসুবিধার সম্মুখিন না হতে হয় সেইজন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতি মাসে ব্যাঙ্কের শাখা কোন কোন দিন বন্ধ থাকবে তার তালিকা প্রকাশ করা হয়। দেশের রাজ্যগুলির ভিত্তিতে এই ছুটির তালিকা আলাদা আলাদা হয়ে থাকে।

বিভিন্ন রাজ্যের স্থানীয় উৎসবের কথা মাথায় রেখে এই ছুটির তালিকা প্রকাশ করা হয়। যার পরিপ্রেক্ষিতে জুলাই মাসে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে একাধিক ছুটি থাকলেও পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক কর্মচারীদের জুলাই মাসে ছুটি রয়েছে মাত্র একদিন। ওই একদিন ছাড়া রবিবার এবং দুটি শনিবার নিয়ম অনুসারে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে আগামী জুলাই মাসে মোট ৭ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা।

জুলাই মাসে চারটি রবিবার ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা। এই ছুটির দিনগুলি যথাক্রমে ৩, ১০, ১১, ১৮, ২৪, ২৫ তারিখ। বাকি যে একদিন ছুটি রয়েছে সেই দিনটি হলো ২১ জুলাই। ওই দিন রয়েছে বকরি ঈদ বা ঈদ-উল-জুহা।

তবে এই ছুটির দিনগুলিতেও এটিএম পরিষেবা অথবা নেট ব্যাঙ্কিং পরিষেবা কোন রকম ব্যাহত হবে না। বর্তমানে অধিকাংশ ব্যাঙ্কের গ্রাহকই এটিএম অথবা অনলাইন পরিষেবার উপর নির্ভরশীল। তবে এই ছুটির দিনগুলিতে ব্যাঙ্কের শাখায় গিয়ে কোনরকম কাজকর্ম করা যাবে না।