মার্চ মাসে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দেশে নগদের লেনদেন অনেক কমেছে। মূলত ডিজিটাল লেনদেনের (Digital transaction) জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার ফলে নগদ ব্যবহার কমিয়েছেন দেশের নাগরিকরা। তবে এমনটা নয় যে একেবারেই নগদের ব্যবহার কমে গিয়েছে। আবার আর্থিক লেনদেনের কথা মাথায় রাখলে সবসময় ব্যাঙ্কের (Bank) শাখার গুরুত্ব অপরিসীম। যে কারণে ব্যাংকের শাখায় গিয়ে যাতে গ্রাহকদের ঘুরে আসতে না হয় তার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) তরফ থেকে প্রতিমাসের ছুটির (Bank Holidays) তালিকা প্রকাশ করা হয়ে থাকে। সেই তালিকা অনুযায়ী মার্চ মাসে মোট ১২ দিন ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে দেশের সমস্ত রাজ্যের ছুটির তালিকা প্রকাশ করা হয়ে থাকে। ছুটির এই তালিকায় বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠান জায়গা পাওয়ার পাশাপাশি প্রতি সপ্তাহের রবিবার এবং মাসের দুটি শনিবারও ছুটির তালিকায় থাকে। সব মিলিয়ে মার্চ মাসে মোট ১২ দিন ছুটি পাবেন ব্যাঙ্ক কর্মচারীরা। যদিও সেই ছুটি রাজ্যের ভিত্তিতে আলাদা আলাদা।

৩ মার্চ : চাপচর কুট উপলক্ষে আইজলে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

৫ মার্চ : রবিবার (সাপ্তাহিক ছুটি)।

৭ মার্চ : হোলি / হোলিকা দহন / দোল যাত্রা উপলক্ষে ব্যাংক ছুটি থাকবে বেলাপুর, দেরাদুন, গুয়াহাটি, তেলেঙ্গানা, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনৌ, মুম্বাই, নাগপুর, পানাজি, রাঁচি এবং শ্রীনগরে।

৮ মার্চ : ধুলেতি / দোল যাত্রা / হোলি / ইয়াওসাং (দ্বিতীয় দিন) ব্যাংক বন্ধ থাকবে আগরতলা, আমেদাবাদ, আইজল, ভোপাল, ভুবনেশ্বর, চন্ডিগড়, দেরাদুন, গ্যাংটক, ইম্ফল, কানপুর, লখনৌ, নিউ দিল্লি, পাটনা, রায়পুর, রাঁচি, সিলং এবং সিমলায়।

৯ মার্চ : হোলি উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে পাটনায়।

১১ মার্চ : দ্বিতীয় শনিবার (সাপ্তাহিক ছুটি)।

১২ মার্চ : রবিবার (সাপ্তাহিক ছুটি)।

১৯ মার্চ : রবিবার (সাপ্তাহিক ছুটি)।

২২ মার্চ : গুড়ি পাদওয়া/উগাদি/বিহার দিবস/১লা নবরাত্রি/তেলেগু নববর্ষ উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে বেলাপুর, ব্যাঙ্গালুরু, চেন্নাই, তেলেঙ্গানা, ইম্ফল, জম্মু, মুম্বাই, নাগপুর, পানাজি, পাটনা এবং শ্রীনগরে।

২৫ মার্চ : চতুর্থ শনিবার (সাপ্তাহিক ছুটি)।

২৬ মার্চ : রবিবার (সাপ্তাহিক ছুটি)।

৩০ মার্চ : রাম নবমী উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে আমেদাবাদ, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চন্ডিগড়, দেরাদুন, গ্যাংটক, তেলাঙ্গানা, জয়পুর, কানপুর, লখনৌ, মুম্বাই, নাগপুর, পাটনা, রাঁচি এবং শিমলায়।