দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, টানা ৪ দিন বন্ধ থাকার আশঙ্কা

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সরকারের তরফ থেকে একাধিক ব্যাঙ্ককে বেসরকারিকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি সদ্যসমাপ্ত হওয়া সাধারণ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান দুটি ব্যাঙ্ককে বেসরকারিকরণ করা হবে। যদিও কোন দুটি ব্যাঙ্ককে বেসরকারিকরণ করা হবে তাদের নাম এখনো সামনে আনা হয়নি। আর এই বেসরকারীকরণের প্রতিবাদেই এবার ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিলো ব্যাঙ্ক কর্মচারী ইউনিয়ন অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন।

Advertisements

ব্যাঙ্ক কর্মচারী ইউনিয়ন অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফ থেকে মঙ্গলবার বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী মার্চ মাসে তারা টানা দু’দিন ধর্মঘটের পথে হাঁটতে চলেছেন। মার্চ মাসের ১৫ এবং ১৬ তারিখ এই ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। অন্যদিকে ওই দুই দিন ধর্মঘট ডাকার কারণে মার্চ মাসের তৃতীয় সপ্তাহে টানা চার দিন ব্যাঙ্ক বন্ধ থাকার আশঙ্কা দেখা দিয়েছে।

Advertisements

কারণ যে দুদিন ব্যাঙ্ক কর্মচারীরা ধর্মঘটের পথে হাঁটতে চলেছেন ঠিক তার আগের দু’দিন অর্থাৎ ১৩ এবং ১৪ তারিখ বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১৩ তারিখ হলো মাসের দ্বিতীয় শনিবার এবং ১৪ তারিখ রবিবার। যে কারণে যদি ব্যাঙ্ক কর্মচারীদের ধর্মঘট বাস্তবায়িত হয় তাহলে আমজনতাকে ভোগান্তির শিকার হতে হবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। এর পাশাপাশি মার্চ মাসে রয়েছে হোলির ছুটি।

Advertisements

ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়ে ব্যাঙ্ক কর্মচারী ইউনিয়ন অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেন নাগার জানিয়েছেন, “ব্যাঙ্কগুলিকে বেসরকারিকরণ করার পদক্ষেপের প্রতিবাদেই এই ধর্মঘট ডাকা হয়েছে। আগামী দিনে ধর্মঘট আরও জোরালো হতে পারে।”

Advertisements