ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা অচল হওয়ার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদন : দেশের ১২টি ট্রেড ইউনিয়নের তরফ থেকে আগামী ২৬শে নভেম্বর দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। কেন্দ্র সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং নীতির বিরুদ্ধে এই ধর্মঘট ডেকেছে তারা। আর এই সাধারণ ধর্মঘটে সামিল হওয়ার সিদ্ধান্ত নিলো অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (AIBEA)। যে কারণে দেশের যে সকল ব্যাঙ্কগুলিতে এই সংগঠনের সদস্যরা রয়েছেন সেই সকল ব্যাঙ্কের শাখায় পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মঙ্গলবার অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “সংসদের শেষ অধিবেশনে শ্রমনীতি সম্পর্কিত তিনটি আইন পাস করা হয়েছে। যেখানে বাতিল হয়েছে ব্যবসা সংক্রান্ত ২৭টি বর্তমান নীতি। সংসদের এই নয়া বিধি কর্পোরেট ক্ষেত্রে স্বার্থ রক্ষার জন্য আনা হয়েছে। এই প্রক্রিয়ায় ৭৫% শ্রমিককে শ্রম আইনের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি এই সংশোধনী আইনে বাদ দেওয়া ওই শ্রমিকদের জন্য কোনো সুরাহা বা সুরক্ষার কথা বলা হয়নি।”

এখন প্রশ্ন হলো অল ইন্ডিয়া ব্যাঙ্ক এম্প্লয়িজ অ্যাসোসিয়েশন এই ধর্মঘটে সামিল হওয়ায় কোন কোন ব্যাঙ্কের পরিষেবার ক্ষেত্রে প্রভাব পড়তে পারে? জানা গিয়েছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক (IOB) ছাড়া প্রায় প্রতিটি ব্যাঙ্কেই এই সংগঠনের সদস্য রয়েছেন। দেশের প্রায় ৪ লক্ষ ব্যাঙ্ক কর্মী এই সংগঠনের সদস্য। দেশের বিভিন্ন ব্যাঙ্কের কর্মীরা ছাড়াও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) বিপুল সংখ্যক কর্মীরাও এই ধর্মঘটে যোগ দিতে চলেছেন বলে সূত্রের খবর।

এই সংগঠনের ব্যাঙ্ক কর্মীদের ধর্মঘটে সামিল হওয়ার পিছনে আরও বেশকিছু দাবি-দাওয়া রয়েছে। যেগুলির মধ্যে অন্যতম হলো, সমস্ত কিছুর বেসরকারীকরণের বিরোধিতা এবং শূন্যপদে নিয়োগ। এছাড়াও তারা প্রতিবাদ জানিয়েছেন নতুন পেনশন প্রকল্পের বিরুদ্ধে। সব মিলিয়ে ২৮, ২৯ এবং ৩০ তারিখ এমনিতেই ছুটির কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক। আর তার আগে ২৬ তারিখ ব্যাঙ্কের শাখায় ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হলে গ্রাহকদের ভোগান্তির শিকার হতে হবে তা অনস্বীকার্য।