ব্যাঙ্ক কর্মীদের জন্য সুখবর, মাসে ৮ দিন ছুটি, সিদ্ধান্ত প্রায় পাকা

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে আর্থিক লেনদেনের ক্ষেত্রে অধিকাংশ মানুষ ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে থাকলেও ব্যাংক এবং ব্যাংকের শাখার গুরুত্ব ফুরিয়ে যাবে না। কারণ টাকা জমা ছাড়াও বিভিন্ন কাজের জন্য গ্রাহকদের ব্যাংকের শাখায় দৌড়াতে হয়। এই সকল গ্রাহকদের এবার মাসে ৮ দিন বাকি রেখে ব্যাংকের কাজকর্ম করতে হবে। গ্রাহকদের ক্ষেত্রে এই বিষয়ে কিছুটা অসুবিধা হলেও ব্যাংক কর্মীদের জন্য তা সুখবর।

আসলে ব্যাংক কর্মীদের তরফ থেকে দীর্ঘদিন ধরেই সপ্তাহে দুদিন ছুটির দাবি তোলা হচ্ছে। এমনিতে অন্যান্য ছুটি ছাড়া তারা মাসে ৬ দিন ছুটি পেয়ে থাকেন। এই তালিকায় এবার আরও দুটি দিন সংযুক্ত হতে চলেছে। এই সিদ্ধান্তের বিষয়ে কথা প্রায় পাকা হয়ে গিয়েছে বলেই জানা যাচ্ছে সূত্র মারফত। সিদ্ধান্ত কার্যকর হলেই মাসে আট দিন ছুটি পাবেন ব্যাংক কর্মীরা।

বর্তমানে যে নিয়ম রয়েছে তাতে মাসে প্রতি রবিবার ছাড়াও মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাংক বন্ধ থাকে। ব্যাংক কর্মীদের দাবি দাওয়া অনুযায়ী যে সিদ্ধান্ত এক প্রকার পাকা হতে চলেছে সেই সিদ্ধান্ত অনুযায়ী এবার তারা মাসের প্রথম এবং তৃতীয় শনিবারও ছুটি পাবেন। একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে ব্যাংক কর্মীদের এই দাবি-দাওয়া নীতিগতভাবে মেনে নেওয়া হয়েছে।

তবে ব্যাংক কর্মীরা সপ্তাহে আট দিন ছুটি পেলেও কাজের সময়ের ক্ষেত্রে পরিষেবা থেকে ব্যাহত হবেন না গ্রাহকরা। কারণ সিদ্ধান্ত অনুযায়ী যা কার্যকর হবে তাতে সপ্তাহে পাঁচ দিন ব্যাংক কর্মীরা অতিরিক্ত সময় কাজ করবেন। এর ফলে মাসে যত ঘন্টা কাজ করা হয় তত ঘন্টায় কাজ করবেন ব্যাংক কর্মীরা। গ্রাহকদের অসুবিধা বলতে শনিবার এবং রবিবার ব্যাংকের শাখায় গিয়ে কোন কাজ করতে পারবেন না।

বর্তমানে ব্যাংক কর্মীদের অফিসে মোট সাত ঘন্টা থাকতে হয়। এর মধ্যে আধঘন্টা লাঞ্চ ব্রেক হিসাবে থাকে এবং মোট ৬ ঘন্টা ১৫ মিনিট গ্রাহকরা পরিষেবা পান। মাসে দুদিন অর্থাৎ প্রথম এবং তৃতীয় শনিবার ছুটি নেওয়ার পরিপ্রেক্ষিতে ব্যাংক কর্মীদের কাজের দিনগুলিতে অতিরিক্ত ৩০ মিনিট কাজ করতে হবে। ব্যাংক কর্মচারীদের সংগঠনের তরফ থেকে এই সিদ্ধান্ত মেনে নেওয়া হয়েছে।