ড্রাইভিং লাইসেন্স থেকে ব্যাঙ্ক, ১লা অক্টোবর থেকে বদল ঘটছে ৪টি নিয়মের

নিজস্ব প্রতিবেদন : আগামী অক্টোবর মাস থেকে দেশে বিভিন্ন ক্ষেত্রে একাধিক নিয়মের বদল ঘটছে। আর এই সকল বদলের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো ব্যাঙ্কিং সেক্টর, পেট্রোল পাম্প এবং ড্রাইভিং লাইসেন্স গাড়ির কাগজপত্রের ক্ষেত্রে। এসকল বদল সাধারণ মানুষের জীবনযাত্রায় যথেষ্ট প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে সাধারণ মানুষ লাভবান হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি বেশ কয়েকটি সুযোগ সুবিধা বাতিল করাও হচ্ছে। যে কারণে এই সকল বদল আগাম জেনে রাখা প্রয়োজন নাগরিকদের।

গাড়ির কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে বদল : কেন্দ্রীয় ভেহিকেল আইনের পরিবর্তন লাগু হচ্ছে অক্টোবর মাস থেকে। আর এই আইন পরিবর্তনের ক্ষেত্রকে সম্পূর্ণ ডিজিটালাইজড করা হচ্ছে। এর ফলে গাড়ির চালকদের ড্রাইভিং লাইসেন্স অথবা গাড়ির কাগজপত্র বহন করে নিয়ে যেতে হবে না। নতুন তথ্য প্রযুক্তির মাধ্যমে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দিয়ে পরিবহন দপ্তরের আধিকারিকরা অথবা ট্রাফিক পুলিশ সমস্ত তথ্য জেনে নিতে পারবেন।

অক্টোবর মাস থেকেই দেশজুড়ে অভিন্ন ড্রাইভিং লাইসেন্স এবং অভিন্ন গাড়ির রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে। নতুন ধরনের এই ড্রাইভিং লাইসেন্সে থাকবে QR কোড এবং অ্যাডভান্স মাইক্রোচিপ ও নিয়ার ফিল্ড কমিউনিকেশন প্রযুক্তি। এর ফলে ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত একটি ডাটাবেস কেন্দ্র সরকারের কাছে তৈরি হয়ে থাকবে। আইন লঙ্ঘন এবং জরিমানা সংক্রান্তও তথ্য থাকবে কেন্দ্র সরকারের কাছে। এর ফলে আইন লঙ্ঘনকারী কাছ থেকে যখন খুশি ইচ্ছে তখন জরিমানা আদায় করা সম্ভব হবে।

পেট্রোল পাম্প : বর্তমানে পেট্রোল পাম্প থেকে ডিজিটাল মাধ্যম এবং কার্ডের মাধ্যমে জ্বালানি কিনলে বিশেষ ছাড় দেওয়া হয়। অর্থাৎ ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ই-ওয়ালেটের মাধ্যমে জ্বালানি কিনলে বিশেষ ছাড় দেওয়া হয় তেল সংস্থাগুলির তরফ থেকে। আর অক্টোবর মাস থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে জ্বালানি কিনলে আর ছাড় পাওয়া যাবে না। তবে ডেবিট কার্ড এবং ই-ওয়ালেটের ক্ষেত্রে কোন পরিবর্তন করা হচ্ছে না বলেই জানা গিয়েছে।

ব্যাঙ্কিং : গ্রাহকদের স্বস্তি দিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে দেশের ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে MSME ঋণকে এক্সটারনাল ইন্টারেস্ট রেট বেঞ্চমার্কের সঙ্গে যুক্ত করার। আর এই নিয়ম চালু হয়ে যাচ্ছে আগামী অক্টোবর মাস থেকেই। আর এই নিয়ম চালু হয়ে যাওয়ার ফলে হোম, কার এবং পার্সোনাল লোনে সুদের হার অনেকটাই কমবে। উপকৃত হবেন লোন গ্রহণকারীরা।

এর পাশাপাশি কেন্দ্র সরকারের ঘোষণা অনুযায়ী কর্পোরেট ক্ষেত্রে যে কর ছাড়ের ঘোষণা করা হয়েছিল তা আগামী অক্টোবর মাস থেকে লাগু হতে চলেছে। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

রান্নার গ্যাস : প্রতি মাসের মতো অক্টোবর মাসেও সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের নতুন দাম নির্ধারণ করবে রান্নার গ্যাস প্রস্তুতকারী সংস্থাগুলি। তবে রান্নার গ্যাসের ক্ষেত্রে সিলিন্ডার প্রতি দাম বৃদ্ধি পাবে না কমবে তা জানা যাবে অক্টোবর মাসের প্রথম দিনেই।