সেপ্টেম্বর মাসে ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির তালিকা

নিজস্ব প্রতিবেদন : বর্তমান করোনা আবহেও ব্যাঙ্ক গ্রাহকদের কোন না কোন কাজের জন্য ছুটে যেতে হচ্ছে ব্যাঙ্কের শাখায়। আর রাজ্যে বিভিন্ন ব্যাঙ্কের পরিষেবার সময় কমে যাওয়ায় এমনিতেই বেড়েছে ভীড়। যে কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করাটা খুবই দুরূহ হয়ে পড়ছে। এর মাঝেই আবার অনেকে ব্যাঙ্কের শাখায় এসে বাড়ি ফিরে যাচ্ছেন ব্যাঙ্ক বন্ধ থাকার কারণে। এই জায়গায় যদি আগে থেকে জানা থাকে কোন কোন দিন ব্যাঙ্কের শাখা বন্ধ রয়েছে তাহলে আমি হয়রানির শিকার হতে হয় না গ্রাহকদের। যে কারণেই প্রতি মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে রাজ্যভিত্তিক ব্যাঙ্ক ছুটির তালিকা ঘোষণা করা হয়।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক ছুটির ঘোষণা থেকে জানা গিয়েছে, আগামী সেপ্টেম্বর মাসের পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক কর্মচারীদের মাত্র ১ দিন সরকারি ছুটি রয়েছে। বাকি ২ দিন ছুটি রয়েছে শনিবারের ছুটির তালিকায়। আর পশ্চিমবঙ্গে আরও ২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে পূর্ণ লকডাউনের কারণে। অর্থাৎ সেপ্টেম্বর মাসে মোট ৫ দিন ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে। তবে এরপর যদি রাজ্য সরকারের তরফ থেকে আরও পূর্ণ লকডাউনের দিন ঘোষণা করা হয় তাহলে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকার দিনের সংখ্যা বাড়বে।

সেপ্টেম্বর মাসে ব্যাঙ্ক বন্ধ থাকার তালিকা

৭ই সেপ্টেম্বর : এই দিন রাজ্যে রয়েছে সেপ্টেম্বর মাসের প্রথম পূর্ণ লকডাউন। পূর্ণ লকডাউনের বিধি নিষেধ অনুসারে এই দিনটিতে পশ্চিমবঙ্গে বন্ধ থাকবে প্রতিটি ব্যাঙ্কের শাখা।

১১ই সেপ্টেম্বর : সেপ্টেম্বর মাসের ১১ তারিখও রাজ্যের প্রতিটি ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে রাজ্যে পূর্ণ লকডাউন চলার কারণে।

১২ই সেপ্টেম্বর : এই দিন ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে ব্যাঙ্কের দ্বিতীয় শনিবারের ছুটি হিসাবে। এছাড়াও এই দিনটিতে রাজ্যে রয়েছে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পূর্ণ লকডাউন।

১৭ই সেপ্টেম্বর : ১৭ই সেপ্টেম্বর মহালয়া। যে কারণে এই দিনটিতে সরকারি ছুটি রয়েছে পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক কর্মচারীদের। এইদিন রাজ্যের প্রতিটি ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে।

২৬শে সেপ্টেম্বর : ২৬শে সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের চতুর্থ শনিবার। প্রতি মাসের চতুর্থ শনিবার ব্যাঙ্কের শাখা বন্ধ থাকে। যে কারণে এই দিনটিতে পশ্চিমবঙ্গের প্রতিটি ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে। এছাড়াও রাজ্য সরকারের শেষ নির্দেশিকা অনুযায়ী বাকি দুটি শনিবারও বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা।

তবে বিশেষজ্ঞ মহলের দাবি সেপ্টেম্বর মাসে রাজ্য সরকারের তরফ থেকে আরও বেশ কয়েকটি পূর্ণ লকডাউনের দিন ঘোষণা করা হবে। আর রাজ্য সরকারের তরফ থেকে আরও পূর্ণ লকডাউনের দিন ঘোষণা করা হলে সেই দিনগুলিতেও বন্ধ থাকবে রাজ্যের প্রতিটি ব্যাঙ্কের শাখা।