জানুয়ারিতে টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, প্রভাব পড়বে ATM-এও

নিজস্ব প্রতিবেদন : ভারতে বর্তমানে ডিজিটাল লেনদেনের ব্যবহার দিন দিন বেড়ে চলেছে। মানুষের হাতে হাতে স্মার্টফোন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইত্যাদি পৌঁছে যাওয়ার ফলে এই সকল মাধ্যম ব্যবহার করেই বিভিন্ন ক্ষেত্রে তারা পেমেন্ট করছেন। তবে এই সকল মাধ্যম ব্যবহার করে পেমেন্ট করলেও ব্যাংকের শাখার গুরুত্ব কোনদিন কমেনি। এখনো ব্যাংকের শাখার গুরুত্ব একইভাবে বহাল রয়েছে।

গ্রাহকরা ব্যাংকের শাখায় গিয়ে টাকা তোলা হোক অথবা টাকা জমা করা বা অন্য কোন কাজ করে থাকেন। প্রতিদিনই বিপুলসংখ্যক মানুষকে ব্যাংকের শাখায় গিয়ে এই সকল কাজ করতে হয়। যে কারণে একদিন ব্যাংকের শাখা বন্ধ থাকলেই তার বিরাট প্রভাব পড়তে দেখা যায় গ্রাহকদের মধ্যে। জানুয়ারি মাসের শেষে চার দিন ব্যাংক বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। টানা চারদিন ব্যাংক বন্ধ হওয়ার সম্ভাবনার পরিপ্রেক্ষিতে এর বড় প্রভাব পড়বে তা নিয়ে কোন সন্দেহ নেই।

ব্যাংক কর্মীদের অ্যাসোসিয়েশন মূলত তাদের একাধিক দাবি-দাওয়া নিয়ে জানুয়ারি মাসের শেষে দুদিনের জন্য ধর্মঘটে শামিল হওয়ার কথা জানানো হয়েছে। দুদিনের এই ধর্মঘটের কারণেই টানা চারদিন ব্যাঙ্ক বন্ধ থাকার সম্ভাবনা তৈরি হচ্ছে। কারণ ব্যাংক কর্মীদের অ্যাসোসিয়েশন ৩০ এবং ৩১ জানুয়ারি ধর্মঘটে সামিল হবে বলে জানাচ্ছে।

৩০ জানুয়ারি হল সোমবার এবং ৩১ জানুয়ারি মঙ্গলবার। এই দুদিন ব্যাঙ্ক কর্মীরা যদি ধর্মঘটে সামিল হয় তাহলে সোমবার এবং মঙ্গলবার ব্যাংক বন্ধ থাকবে। আবার ঠিক তার আগের দুদিন অর্থাৎ মাসের শেষ চতুর্থ শনিবার এবং রবিবার ব্যাংক বন্ধ থাকছে। ফলে টানা চারদিন ব্যাঙ্ক বন্ধের সম্মুখীন হতে হবে গ্রাহকদের।

ব্যাংক কর্মীদের নয়টি সংগঠন কেন্দ্রের সংযুক্তিকরণের নীতি, বেতন কাঠামোর পুনর্বিন্যাস, সপ্তাহে পাঁচদিন কাজ সহ একাধিক দাবি দাওয়া নিয়ে ধর্মঘটে সামিল হতে চলেছে। তাদের এই ধর্মঘট কেবলমাত্র ব্যাংকের শাখার উপর প্রভাব ফেলবে এমন নয়, পাশাপাশি প্রভাব ফেলতে পারে এটিএম কাউন্টারের উপরও।