নিজস্ব প্রতিবেদন : বঙ্গে দিন দিন বাড়ছে বিজেপির দাপট। আর সেই দাপটকে রুখতে বৃহস্পতিবার নৈহাটি থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বঙ্গজননী বাহিনী গঠনের ডাক দিলেন। শুধু বাহিনী গঠনের পরিকল্পনাই নয়, আজ দলের কোর কমিটির বৈঠকে এই বাহিনীর দায়িত্ব দিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। রাজ্যের প্রতিটি ব্লকে এই বাহিনী তৈরির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
বঙ্গজননী বাহিনীর জন্য আলাদা করে এই মুহূর্তে কোন জায়গা করে দিতে না পারলেও মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছেন তাদের কাজকর্ম হবে তৃণমূলের পার্টি অফিস গুলি থেকেই। প্রতিটি বাহিনীতে থাকবে কুড়ি জন করে মহিলা। পোশাকের ক্ষেত্রে নির্দিষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাদের পোশাক হবে, সাদা খোলের সবুজ পাড়ের শাড়ি। প্রত্যেকের থাকবে সচিত্র পরিচয় পত্র।
মহিলাদের উদ্দেশ্য করে মমতা ব্যানার্জি বলেছেন, বিজেপির গুন্ডারা যদি বোমা মারে তাহলে সরে দাঁড়ান। তারপর হাতের কাছে যা পাবেন, হাতা খুন্তি নিয়ে ধেয়ে যান।
এবারের লোকসভা নির্বাচনের সময় তৃণমূলের বহু নেতাকে ভোটের প্রচারে কেন্দ্রীয় বাহিনীর মোকাবেলায় মহিলাদের এগিয়ে আসা পরামর্শ দিতে শোনা গিয়েছিল। আর ভোটের ফলাফলের পর যখন রাজ্যের বেশিরভাগ প্রান্তে তৃণমূল কর্মীরা বিজেপির দ্বারা আক্রান্ত হচ্ছেন, তার মোকাবেলায় মহিলা বাহিনীকে কাজে লাগাতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলে রাজনৈতিক মহলের। সেই কায়দাতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বাহিনী তৈরি করছেন বলে অনেকে মনে করছেন।