অ্যাবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত হয়েছিলেন বাপ্পি লাহিড়ী, কি এই রোগ

নিজস্ব প্রতিবেদন : বুধবার সাতসকালে জানা যায় সুরের জাদুকর বাপ্পি লাহিড়ী সকলকে ছেড়ে চলে গিয়েছেন। জানা গিয়েছে মঙ্গলবার মধ্যরাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগে তিনি এক মাস মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি অ্যাবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় ভুগছিলেন, তার ফুসফুসে সংক্রমণ ছিল। একটা সময়ে চিকিৎসকরা তাকে বাড়ি ফেরালেও বাড়ি ফিরে তিনি ফের অসুস্থ হয়ে পড়েন।

বাপ্পি লাহিড়ীর চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক জীপক নামজোশি জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন তিনি। তার শরীরে বাসা বেঁধেছিল অ্যাবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এছাড়াও ছিল নানান শারীরিক সমস্যা। তবে প্রশ্ন হল এই অ্যাবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রোগটি আসলে কি?

এই রোগ হলো শ্বাস-প্রশ্বাসজনিত একটি রোগ। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে আসে। চিকিৎসকরা এই রোগ নিয়ে বারবার সতর্ক করেন। এই রোগের কারণে ঘুমন্ত অবস্থাতেই আচমকা দমবন্ধ হয়ে মৃত্যু হতে পারে। স্লিপিং ডিজঅর্ডার থাকলে শ্বাস নিতে এবং ছাড়তে কষ্ট হয়। এমনিতেই ঘুমন্ত অবস্থায় ঘাড় ও গলার পেশী শিথিল হয়ে পড়ে। সুতরাং হঠাৎ বাধাপ্রাপ্ত হলে শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা তৈরি হয়।

এই রোগটি সম্পর্কে অনেকেই পরিচিত তবে এই রোগের উৎস এবং প্রতিকার সম্পর্কে নানান চিন্তা ভাবনা করছেন চিকিৎসকরা। বলা হয়ে থাকে হৃদরোগের সঙ্গে এর একটি যোগসাজশ রয়েছে। তবে এটাও ঠিক নাক ডাকা মানেই কিন্তু অ্যাবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। তবে চিকিৎসকরা জানিয়েছেন, এর কিছু লক্ষণ আগেভাগে দেখা দিলেই সতর্ক হওয়া দরকার।

শরীরে মেদ বেশি বেড়ে গেলে এই রোগের বাসা বাঁধার আশঙ্কা দেখা দেয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেকে একটানা নাক ডাকেন না। এটা থেমে থেমে লক্ষ্য করা যায়। নাক ডাকতে ডাকতে শ্বাস বন্ধ হয়ে যাওয়া অথবা ঘুমের মধ্যে শ্বাস আটকে যাওয়াকেই বলা হয়ে থাকে অ্যাবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এই রোগের বিষয়ে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ রোগীদের ভয়ের কারণ রয়েছে।