বর্ধমান স্টেশনের নাম বদল, কেন্দ্রের ঐতিহাসিক সিদ্ধান্ত

বদলে যাচ্ছে বর্ধমান স্টেশনের নাম, এমনই কথা শনিবার জানান কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই। বর্ধমান স্টেশনের নাম বদলে সেই স্টেশনের নাম করা হচ্ছে স্বাধীনতা সংগ্রামী মহান এক ব্যক্তিত্বের নামে। সেই মহান ব্যক্তিত্ব হলেন বটুকেশ্বর দত্ত।

Source

স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কন্যা ভারতী বাগচীর সাথে শনিবার জক্কনপুরে দেখা করেন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই এবং বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। তারপরই বর্ধমান স্টেশনের নাম পরিবর্তনের কথা বলা হয়। উল্লেখ্য, নয়াদিল্লির এইমসের কাছে একটি অভিজাত কলোনির নামাঙ্করণ করা হয়েছে এই স্বাধীনতা সংগ্রামীর নামে৷

কিন্তু এই স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তের সাথে বর্ধমান স্টেশনের সম্পর্ক কোথায়?

Source

স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্ত ১৯১০ খ্রিস্টাব্দে বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। পরবর্তী সময়ে বিহারের জক্কনপুরে বসবাস করেন তিনি। বিপ্লবী চন্দ্রশেখর আজ়াদের হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের অংশগ্রহণ করেন বটুকেশ্বর। এই সংগঠন চালাতেন ভগৎ সিংয়ের অন্যতম সঙ্গী চন্দ্রশেখর আজাদ৷ বিপ্লবী কাজকর্ম চালাতে গিয়ে আজীবন কারাবাসে দণ্ডিত হন বটুকেশ্বর দত্ত৷ তাঁকে পাঠানো হয় আন্দামান নিকোবর দ্বীপের কুখ্যাত জেলে৷ স্বাধীনতার পর এই স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্ত ছাড়া পান জেল থেকে। পরে স্ত্রী অঞ্জলিকে নিয়ে পাটনায় বসবাস শুরু করেন। ১৯৬৫ সালে দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Source

শনিবার কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই এবং বিজেপি নেতা শিবরাজ চৌহান স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তের মেয়ের সাথে সাক্ষাতের পর জানান রাজ্যের ঐতিহাসিক রেলস্টেশন বর্ধমান স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হবে স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তের নামে।