BCA নাকি মাধ্যমিক পাস, মন্ত্রী হতেই শিক্ষাগত যোগ্যতা নিয়ে খোঁচা নিশীথকে

নিজস্ব প্রতিবেদন : একসময় তৃণমূলের সৈনিক থাকলেও ২০১৯ সালে গেরুয়া শিবিরে নাম লেখানোর সাথে সাথেই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার সুযোগ। আর সেখানেই জয় হাসিল। পরে আবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়ে জয় ছিনিয়ে নেন। পরপর দুটি নির্বাচনে জয়লাভ নজর কাড়ে কেন্দ্রীয় নেতৃত্বের। আর এর সাথে সাথেই পুরস্কার স্বরূপ তিনি পান কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রতিমন্ত্রীত্ব।

তবে এই মন্ত্রিত্ব লাভের পর থেকেই নিশীথ প্রামাণিকের শিক্ষাগত যোগ্যতা নিয়ে উঠছে নানান প্রশ্ন। সম্প্রতি দিনহাটার তৃণমূল নেতা উদয়ন গুহ সোশ্যাল মিডিয়ায় পার্লামেন্টের নিশীথ প্রামাণিকের শিক্ষাগত যোগ্যতার তথ্য তুলে ধরে খোঁচা দিয়েছেন। পার্লামেন্টের তথ্যে নিশীথ প্রামাণিকের শিক্ষাগত যোগ্যতা হিসেবে লেখা রয়েছে, Bachelors of Computer Aplications (BCA), Educated at Balakura Junior Basic School। আর এই বিষয়টিকেই হাতিয়ার করে উদয়ন গুহ সেই তথ্যের স্ক্রিনশট করে লিখেছেন, “এই সেই বিখ্যাত B-school, যেখান থেকে আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মাধ্যমিক পাশের পর বিসিএ করেছেন।”

আর এই সকল ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে নিশীথ প্রামাণিকের শিক্ষাগত যোগ্যতা কতটা? BCA নাকি মাধ্যমিক পাস?

পার্লামেন্টের অফিশিয়াল ওয়েবসাইট যেখানে সাংসদদের শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য নানান তথ্য দেওয়া থাকে সেখানে নিশীথ প্রামাণিকের শিক্ষাগত যোগ্যতা হিসেবে লেখা রয়েছে, তিনি Bachelors of Computer Aplications অর্থাৎ BCA।

অন্যদিকে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় এবং ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় নিশীথ প্রামাণিক মনোনয়নপত্র জমা দেওয়ার সাথে সাথে যে হলফনামা জমা দিয়েছিলেন তাতে তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার উল্লেখ রয়েছে মাধ্যমিক পাস।

আর এই ভিন্ন তথ্যের ভিত্তিতেই রাজ্যের শাসক দলের নেতা-নেত্রীরা নিশীথ প্রামাণিকের শিক্ষাগত যোগ্যতা নিয়ে খোঁচা দিতে ছাড়ছেন না। তবে এই ঘটনা এই প্রথম নয়, হলফনামা এবং লোকসভার ওয়েবসাইটে শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য রয়েছে নুসরত জাহানের মত সাংসদেরও। তবে এ সকলের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত নিশীথ প্রামানিক অথবা নুসরত জাহানের মত সাংসদের তবে কোনো প্রতিক্রিয়া মেলেনি।