UPI পেমেন্টের সময় এই কয়েকটি ভুল করলেই বসতে হবে পথে

নিজস্ব প্রতিবেদন : বর্তমান ডিজিটাল যুগে ভারতে প্রতিনিয়ত বেড়ে চলেছে ডিজিটাল লেনদেন। ডিজিটাল লেনদেন যত জনপ্রিয়তা লাভ করছে ঠিক ততটাই আবার প্রতারকরা এর সুযোগের সদ্ব্যবহার করতে শুরু করেছেন। যে কারণে বহু ক্ষেত্রেই এই সকল প্রতারণার ফাঁদে পড়ে বহু মানুষকে নিজেদের সঞ্চিত অর্থ খোওয়াতে হয়।

সাইবার সেলের বিভিন্ন বিভিন্ন রিপোর্ট থেকে জানা গিয়েছে, অর্থ লুটের মত যে সকল প্রতারণার ঘটনা ঘটে থাকে তার মধ্যে অধিকাংশই হয়ে থাকে গ্রাহকদের ভুলের কারণে। প্রতারকরা বিভিন্ন ভাবে গ্রাহকদের ফাঁদে ফেলার চেষ্টা করেন। আর সেইখানে ভুল করে পা দিয়েই এমন ঘটনা ঘটে। এর জন্য তাদের তরফ থেকে বিভিন্ন জায়গায় সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। এমনই কয়েকটি সর্তকতা রয়েছে যেগুলি UPI লেনদেনের সময় না মানলে পথে বসতে হতে পারে আপনাকে।

এমন কোন ব্যাক্তিকে ইউপিআই অ্যাড্রেস, ফোন নম্বর, কিউআর কোড অথবা ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস দেবেন না যিনি সন্দেহভাজন। এ ক্ষেত্রে বিষয়টি খুব তুচ্ছ মনে হলেও বিভিন্ন চলে প্রতারণার সম্মুখীন হতে পারেন আপনি।

যে স্মার্টফোনে ডিজিটাল লেনদেনের জন্য বিভিন্ন ইউপিআই অ্যাপ রয়েছে সেই স্মার্টফোনে জবরদস্ত স্ক্রিন লক রাখতে হবে। এমনকি ওই সকল UPI অ্যাপ লক করে রাখার ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে স্ক্রীন লক হোক অথবা অ্যাপ লক করার সময় ভুল করেও মোবাইল নম্বর, জন্ম তারিখ বা নিজের নাম দিয়ে লক করবেন না। এমন কিছু পিন দিতে হবে যা ইউনিক।

হঠাৎ করে হোয়াটসঅ্যাপ বা ম্যাসেজে আসা আনভেরিফাইড লিঙ্কে ক্লিক করলেই পথে বসতে হতে পারে। এছাড়াও যদি কেউ কোনরকম ওটিপি চান তাহলে তা যেন না দেওয়া হয়। ওটিপি দিলেই ফাঁকা হতে পারে আপনার অ্যাকাউন্ট।

একাধিক পেমেন্ট অ্যাপ যাতে ব্যবহার না করা হয় তার জন্য পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। একাধিক পেমেন্ট অ্যাপ ব্যবহার করলে সমস্যার শিকার হতে পারেন।

যেকোনো পেমেন্ট অ্যাপ যেন নিয়মিত আপডেট করা হয়। বিশেষজ্ঞরা বারংবার এই পরামর্শ দিয়ে থাকেন।